Annaprashan Wishes in Bengali (শুভ অন্নপ্রাশন Quotes, Poem)

Annaprashan Wishes in Bengali (Quotes, Poem, SMS): হিন্দুধর্মের একটি বিশেষ উৎসব। দশবিধ শুদ্ধিজনক সংস্কারের অন্যতম অন্নপ্রাশন। আক্ষরিকভাবে ‘অন্নপ্রাশন’ শব্দের অর্থ হচ্ছে অন্ন খাওয়ানো।অন্যভাবে এই অনুষ্ঠানটিকে বলা হয় ‘মুখে ভাত’।অর্থাৎ, এই অনুষ্ঠানের পর থেকে শিশুকে বুকের দুধের পাশাপাশি শক্ত খাবার দেওয়া শুরু হয়।

সন্তান ভূমিষ্ঠ হওয়ার মাস কয়েক পর এই উৎসবের আয়োজন করা হয়। সন্তান যদি বালক হয়, তবে ষষ্ঠ কিংবা অষ্টম মাসে এবং বালিকা হলে পঞ্চম কিংবা সপ্তম মাসে অন্নপ্রাশন করতে হয়। এতে সন্তানের ‍মামার উপস্থিতি বাঞ্ছনীয়।

এ উপলক্ষে আত্মীয়স্বজনকে নিমন্ত্রণ করতে হয়। এই অনুষ্ঠানে নিমন্ত্রিতরা আশীর্বাদ সহযোগে সাধ্যমাফিক উপহারসামগ্রী প্রদান করে।সাধারণত বাঙালিদের মধ্যেই এই অনুষ্ঠানের চল রয়েছে।

আজকের এই নতুন পোস্ট টি তে আমরা আপনাদের সাথে কিছু Annaprashan Wishes in Bengali, Annaprashan Quotes in Bengali, অন্নপ্রাশন নিয়ে উক্তি, কবিতা (Poem, SMS) শেয়ার করতে চলেছি। আশা করি আপনার ভালো লাগবে।

Must Read: Happy Marriage Wishes in Bengali (বিবাহ Status)

Annaprashan Wishes in Bengali (শুভ অন্নপ্রাশন)

Facebook এ সবার থালায় রঙ্গীন খাবার দাবার দেখে ,
ভাবি আমি মাঝেমাঝেই আমি কেন পাইনা খেতে ?? !!
দাদাই তাই বললাে আমায় “ Zoey
তাের মুখেভাত করাই ,
সেজে গুজে মামুর কোলে
খাবি বসে পেটটি পুরে ” ।
জানুয়ারির বারো তারিখ
“ সমর্পণ ‘ – এ খাব ভাত ,
আসতে যেন ভুলে যেওনা
চাই যে তােমার আশীৰ্বাদ ।।

আমি এখন ছোট অমৃতা
শিখিনি তাে কথা ।
তবুও আমার মানতে হবে
হরেক রকম কথা ।
ভাত খাব তাই অন্নপ্রাশন হবে
চৈত্র মাসে দিনটা
সেদিন আমার চাইছে |
সবাই যেন আসে ।
১০ ই চৈত্র দুপুর বেলায়
রইলাে নিমন্ত্রণ
আমি থাকবাে আশায় বসে
পরে ফুল চন্দন ।
ছোট পায়ে আমি কি ভাই ,
যেতে পারি বলতে
মনে কিন্তু করাে না তাই
ভুলাে নাকো আসতে

Annaprashan Quotes in Bengali (SMS, কবিতা – Poem)

আমি এখন বড়ই ছোটো,
তাই পারি না চলাতে ,
গুরুজনদের পাঠাচ্ছি তাই
তােমাদের কে বলতে ,
শনিবারের সন্ধ্যে বেলায়
এসো আমাদের বাড়ী ,
না আসলে করব রাগ
দেবই দেব আড়ি

আর খাবনা দুধু ,
বলছি আমি শুধু
মনে বড়োই ইচ্ছে হল
খাব আমি ভাত
বড়রা তাই ঠিক করেছে
আমার মুখে ভাত।
সেদিন কিন্তু এসাে সবাই
এই আমার সাধ
তােমরা শুধু প্রাণ ভরে
কোরো আশীর্বাদ

এতদিন দুধ খেয়েছি
এবার খাব ভাত ,
আমার মাথায় চাই
তােমাদের আশীবার্দের হাত ।
আমি এখন বড়ই ছোট
পারি নাকো হাঁটতে ,
গুরুজনদের পাঠাচ্ছি তাই
তােমাদের ডাকতে।
শুক্রবারের সন্ধেবেলায়
এসাে মনে রেখে ,
দুধ ছেড়ে প্রথম আমি
খাব ভাত মেখে।

আরও পড়ুন:

60+ কবি জীবনানন্দ দাশের উক্তি

ভগবান শ্রীকৃষ্ণের বাণী

চোখ নিয়ে উক্তি (Bengali Quotes on Eyes)

Quotes about Dreams {জীবনের স্বপ্ন নিয়ে উক্তি}

Mothers Day Quotes in Bengali – মাকে নিয়ে উক্তি

উপসংহার:

তো বন্ধুরা, আপনার Annaprashan Wishes in Bengali, Annaprashan Quotes in Bengali, অন্নপ্রাশন নিয়ে উক্তি, কবিতা (Poem, SMS) কেমন লাগলো, কমেন্ট করে আমাদের জানান। আপনার একটি কমেন্ট আমাদের আরও উৎসাহিত করবে এই রকমের পোস্ট Publish করার জন্য।

অবশেষে, আমি বলবো যে যদি Quotes গুলি আপনার ভালো লেগে থাকে, তাহলে আপনি এগুলো প্রিয়জনের সাথে এবং বন্ধুদের সাথে অবশ্যই Share করবেন।

ধন্যবাদ।

Leave a Comment