70+ Best Mothers Day Quotes in Bengali – মাকে নিয়ে উক্তি

Mothers Day Wishes in Bengali (মাতৃ দিবস): মায়েরা সারা বিশ্ব জুড়ে বাচ্চাদের অনুপ্রেরণা। একটি মা সন্তানের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ। মা তার সন্তানকে শিক্ষা দেয়, তাকে বড় করেন এবং মহাবিশ্বের সাথে পরিচিত হতে সহায়তা করেন। সুতরাং একজন মা সবার জীবনের সবচেয়ে ব্যয়বহুল জিনিস, কোনও কিছুর বিনিময়ে মায়ের ঋণ পরিশোধ করা সম্ভব হয় না।

আজ মাতৃ দিবসের এই শুভদিনে, আমরা কিছু Mothers Day Quotes in Bengali, Best Quotes on Mother in Bengali, Maa Quotes in Bengali, Mothers Day Quotes in Bengali Font, Happy Mother’s Day Wishes in Bengali, SMS, Messages শেয়ার করছি।

আশা করি, মাকে নিয়ে উক্তি, মাকে নিয়ে ইসলামিক উক্তি, মাকে নিয়ে কিছু কথা, মা দিবস নিয়ে স্ট্যাটাস, মাকে নিয়ে সেরা উক্তি for Facebook, Instagram, WhatsApp গুলি আপনার ভালো লাগবে।

Must Read: Happy Marriage Wishes in Bengali (বিবাহ Status)

Mothers Day Quotes in Bengali (মাকে নিয়ে উক্তি, Wishes, SMS)

1. মা মানে মমতা, মা মানে ক্ষমতা, মা মানে নিরাপত্তা, মা মানে নিশ্চয়তা, মা মানে আশ্রয়দাতা, মা মানে সকল আশা, মা মানে একবুক ভালোবাসা।

2. মায়ের কোল যে কত বড় জিনিস তা একজন যোগ্য সন্তান ছাড়া আর কেউ জানে না । শত চিন্তা আপনার মাথায়, একবার মায়ের কোলে মাথা রাখেন দেখবেন সব চিন্তা দূঢ় হয়ে যাবে । দুনিয়ার যেখানেই যান না কেন মায়ের কোলে যে শান্তি তা কোথাও খুজে পাবেন না । 

3. আমি অনেক বুকা হতে পারি,অনেক খারাপ ছাত্র হতে পারি,আমি অনেক কাল হতে পারি। কিন্তু আমার মায়ের কাছে আমি তার শ্রেস্ট সন্তান..

4. ভালোবাস তাকে…যারকারনে পৃথিবী দেখেছো….।।ভালোবাস তাকে…।।যে তোমাকে ১০মাস১০দিন গর্ভে রেখেছে….।।ভালোবাস তাকে…যার পা এর নিচে তোমারজান্নাত আছে…..।।তিনি হলেন ………..মা…. 

5. দুনিয়ার সব কিছুই বদলাতে. পারে,কিন্তু মায়ের ভালবাসা. কখনো বদলাবার নয়!!♥ 

6. “পৃথীবিতে কেউ’ই স্বার্থহীন নয়,প্রতিটি সর্ম্পকেই কম-বেশী স্বার্থ থাকে,শুধু মাত্র মায়ের ভালবাসা টাই নিঃশ্বার্থ,একজন “মা”ই পারেন সন্তান কে কোন স্বার্থ ছাড়া ভালবাসতে”

7. প্রথম স্পর্শ “মা”প্রথম পাওয়া “মা”প্রথম শব্দ “মা”প্রথম দেখা “মা”আমার জান্নাত তুমি “মা”

8. যারা প্রেমের জন্য নিজেরজীবন দিতে প্রস্তুত,তাদেরকে বলছি..পারলে একটু মন থেকেবলুন “মা” এর জন্যজীবন দিতে পারি “মা” ইতো আপনের আপন.

9. পৃথিবীর সব চেয়ে সুখ কি জান? মা-বাবার আদর সব চেয়ে কষ্ট কি জান? মা-বাবার চোখের জল. সব চেয়ে অমুল্য রতন কি জান? মা-বাবার ভালোবাসা।।।

10. ঈশ্বর সব জায়গায় নাও থাকতে পারেন , সেজন্য তিনি মাকে সৃষ্টি করেছেন ।

11. অপরিসীম ভালােবাসা ও কৃতজ্ঞতার জন্য মাকে ড্যান ক্লিন দেওয়া হােক যার কারণে আমরা স্বাচ্ছন্দ্যবােধ করি ও যা আমাদের বিশুদ্ধ করে এবং তাদেরকেই এটা শক্তির সঞ্চার করে যারা এর অন্বেষণ করে । – লুইসা মে অ্যালকট ।

Maa Quotes in Bengali (মা নিয়ে উক্তি)

Mothers Day quotes in bengali
Mother’s Day Quotes in Bengali

12. সন্তানের প্রতি মায়ের ভালােবাসার মতাে পৃথিবীতে আর কিছু নেই । এর কোন নিয়ম নেই , এখানে কোন দুঃখ নেই , এটা সবকিছুর ঊর্ধ্বে এবং এই বন্ধনের মাঝে যা কিছুই দাড়াক না কেন তা চূর্ণ – বিচূর্ণ হয়ে যায় । – আগাথা ক্রিস্টি ।

13. আমি তােমার দেখাশােনা করবাে এবং তুমি যাকে দেখাশােনা করতে বলবে তাকেও করবাে এবং যেভাবে বলবে সেভাবেই করবাে । আমি এখানেই আছি । আমি আমার সবকিছু তােমাকে দিয়ে দিলাম । আমি তােমার মা । – মায়া অ্যাঞ্জেলু

14. মা আমার শ্রেষ্ঠ শিক্ষক , তিনি এমন শিক্ষক যার সমবেদনা আছে , ভালােবাসা আছে এবং যার কোন ভয় নেই । ভালােবাসায় যদি কোন সুগন্ধী ফুল থাকে , তাহলে আমার মা হচ্ছে ভালােবাসার সেই সুগন্ধী ফুল । – স্টীভ ওয়ান্ডার

15. মা যেমন তাঁর নিজ পুত্রকে নিজের জীবন দিয়ে রক্ষা করে তেমনি সকল প্রাণীর প্রতি অপরিমেয় মৈত্রীভাব পোষণ করবে -গৌতম বুদ্ধ

16. মা হল পৃথিবীর একমাত্র ব্যাংক, যেখানে আমরা আমাদের সব দুঃখ, কষ্ট জমা রাখি এবং বিনিময়ে নিই বিনা সুদে অকৃত্রিম ভালবাসা -হুমায়ূন আহমেদ

17. “আমার মা মনে করেন আমিই সেরা, আর মা মনে করেন বলেই আমি সেরা হয়ে গড়ে উঠেছি।” – দিয়াগো ম্যারাডোনা

18. “আমার মা বিস্ময়কর আর আমার কাছে উৎকর্ষতার আরেক নাম।” – মাইকেল জ্যাকসন

19. “মা আমাদের সবসময় এটা বুঝাতে চাইতেন যে, জীবনের চরম কষ্টের মূহুর্তগুলো তোমাদের হাসির কোন গল্পের অংশ হয়ে যাবে একসময়।” – নোরা এফ্রন

20. “আমাদের পরিবারে মায়ের ভালোবাসা সবসময় সবচেয়ে টেকসই শক্তি। আর তার একাগ্রতা, মমতা আর বুদ্ধিমত্তা আমাদের মধ্যে দেখে আনন্দিত হই।” – মিশেল ওবামা

21. ” কোন একটা বিষয় মায়েদেরকে দুইবার ভাবতে হয়। একবার তার সন্তানের জন্য, আরেকবার নিজের জন্য।” – সোফিয়া লরেন

22. ” আমার বসার ঘরের দেয়ালে আমার মায়ের ছবি টাঙানো আছে, কারণ তিনিই আমার কাছে সবচেয়ে বড় আকর্ষণ।” – এলেন ডে জেনেরিস

Happy Mothers Day Quotes in Bengali / Wishes

Quotes on mother in bengali
Maa Quotes in Bengali

23. ” সন্তানেরা ধারালো চাকুর মত।তারা না চাইলেও মায়েদের কষ্ট দেয়। আর,মায়েরা তাদের শেষ রক্তবিন্দু পর্যন্ত সন্তানদের সাথে লেগে থাকে।” – জোয়ান হেরিস

24. ” আমার দেখা সবচেয়ে সুন্দরী মহিলা আমার মা। মায়ের কাছে আমি চিরঋণী। আমার জীবনের সমস্ত অর্জন। তারই কাছ থেকে পাওয়া নৈতিকতা, বুদ্ধিমত্তা আর শারীরিক শিক্ষার ফল।” – জর্জ ওয়াশিংটন

25. “যার মা আছে, সে কখনই গরীব নয়।” – আব্রাহাম লিংকন

26. আমার মা কেবল একজন ‘ফুলটাইম মা–ই ছিলেন। তাঁর নিজের ক্যারিয়ার, নিজের অভিজ্ঞতা, নিজের জীবন—সব ঢেলে দিয়েছেন সন্তানের জন্য। আমি কখনো আমার মায়ের মতো হতে পারব না। তাঁর মাধুর্য, উদারতা, ভালোবাসা আমার চেয়ে অনেক বড়। – অ্যাঞ্জেলিনা জোলি

27. ‘মাকে কার্ড দিয়ে শুভেচ্ছা জানানোর অর্থ হলো, মা তোমার জন্য এত কিছু করেছেন, তাকে দুই কলম লেখার সময় হয় না তোমার? আর যে চকলেট উপহার হিসেবে দাও, তার বেশির ভাগই চলে যায় তোমার পেটে।’ – আনা জার্ভিস

28. ‘মা হচ্ছেন জগজ্জননী। তার চেয়ে শান্তির ঠিকানা আর কোথাও নেই।’

29. সনাতন ধর্মে মাকে স্বর্গের থেকেও বড়, মহান ও পবিত্র বলে আখ্যায়িত করা হয়েছে। – রবীন্দ্রনাথ ঠাকুর

30. ‘মায়ের হৃদয় হচ্ছে এক গভীর আশ্রয়, সেখানে আপনি সহজেই খুঁজে পাবেন মমতার সুশীতল ছায়া।’ – ফরাসি ঔপন্যাসিক বালজাক

31. ‘মা, মা-ই, তার অন্য কোনো রূপ নেই।’ – জন গে

32. ‘ সব ভালােবাসার শুরু এবং শেষ হচ্ছে মাতৃত্বে । – রবার্ট ব্রাউনিং

33. ‘ আমার জীবনের সফলতা এবং যা কিছু অর্জন সব কিছুর জন্য আমি আমার মায়ের কাছে ঋণী । – নেপােলিয়ন বেনােপার্ট

Quotes on Mother in Bengali (মাকে নিয়ে সেরা উক্তি, SMS)

34. ‘ আমাকে শিক্ষিত মা দাও । আমি প্রতিজ্ঞা করছি , তােমাদের একটা সভ্য , শিক্ষিত জাতি উপহার দেব । – নেপােলিয়ন বেনােপার্ট

35. আমার ভালােবাসা ও ঘৃণাগুলাে প্রকাশ পায় আমার লেখার মধ্য দিয়ে , এটা সবাই জানে । কিন্তু সবাই যেটা জানে , তা হলাে আমি আমার সেরা গানটা লিখেছি মাকে নিয়ে । যে কথাগুলাে মাকে বলতে পারিনি , সেগুলাে আছে আমার ‘ দ্য বেস্ট ডে ’ গানে । – টেইলর সুইফট

36. ‘ মা সব কিছু ক্ষমা করে দেন । পৃথিবীর সবাই ছেড়ে গেলেও মা কখনাে সন্তানকে ছেড়ে যান না । – লুসিয়া মে অরকট

37. ঈশ্বর সব জায়গায় থাকতে পারে না , এ কারণে তিনি মাকে পাঠিয়েছেন ।

38. ‘ মা আমার সবচেয়ে বড় শিক্ষক । তিনি এমন একজন শিক্ষক যিনি ভালােবাসা , নির্ভীকতার প্রতীক । তার কোনাে তুলনা নেই । যদি ভালােবাসা ফুলের মতাে সুন্দর হয় , তাহলে আমার মা হচ্ছেন সেই ভালােবাসার ফুল । – স্টিভ ওয়ানডার

39. ‘ মা তার সন্তানদের হাত হয়তাে কিছু সময়ের জন্য ধরে থাকেন কিন্তু তাদের হৃদয়ে থাকেন সারাজীবন ।

40. মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত।- মহানবী হজরত মুহম্মদ

41. তিন রকম দোয়া নি : সন্দেহে কবুল হয় । মজলুমের দোয়া , মুসাফিরের দোয়া আর সন্তানের জন্য পিতা – মাতার দোয়া । -মহানবী হজরত মুহম্মদ 

42. মা হচ্ছে সন্তানের আদর্শ বিদ্যা নিকেতন । মায়ের আদর অতুলনীয় । মা হতে গিয়ে যে মারা যায় ইসলামে তাকে শহীদের মর্যাদা দিয়েছে । – বুখারি শরিফ

43. মায়ের শিক্ষাই শিশুর ভবিষ্যতের বুনিয়াদ , মা – ই হচ্ছেন শিশুর সর্বোৎকৃষ্ট বিদ্যাপীঠ…

Mother Quotes in bengali
Mother Quotes in Bengali

Mothers Day Quotes in Bengali (Maa Status)

44. মায়ের প্রতি ভক্তিদৃষ্টি হতে পুণ্য হতে পারে না । প্রতিবার মায়ের দিকে যত্নের দৃষ্টিতে তাকানাের জন্য একটি কবুল হজ্জের সাওয়াব লিখে দেয়া হয় । -বুখারি শরিফ

45. “ যে সকল শিশু নিজের উপর আত্মবিশ্বাসী তারা সর্বপ্রথম তাদের বাবা মা কে বিশ্বাস করে ” – এমবার ডুসিক ।

46. “ চাইলেই শিশুদের কাছ থেকে আপনি অনেক কিছু শিখতে পারেন , কথা হচ্ছে সেক্ষেত্রে আপনার ধৈর্য কতটুকু ” -ফ্রাঙ্কলিন প . অ্যাডামস ।

47. “ আমি ঠিক তেমন মা হয়ে উঠেছি যেমনটি আমার মাকে দেখেছি ” – মায়া এঞ্জেলাে ।

48. “ আমরা সবসময় আমাদের যুবকদের জন্য ভবিষ্যৎ তৈরি করতে পারিনা , কিন্তু আমরা চাইলেই ভবিষ্যতের জন্য আমাদের যুবকদের তৈরি করতে পারি ” – ফ্রাঙ্কলিন ডি . রুজভেল্ট ।

49. “ আমরা আমাদের শিশুর সাথে যেভাবে কথা বলি সে কথা গুলােই একসময় তাদের অন্তঃস্থিত বা ভিতরের কণ্ঠস্বর হয়ে উঠে ” -পেগি ও’মারা ।

50. ” রাতে ঘুমানাের সময় আপনার শিশুর কপালে চুমু খান , যদি সে ঘুমিয়ে পড়ে তখনও ” – এইচ.জ্যাকসন ব্রাউন , জুনিওর ।

51. “ শিম্পাঞ্জিকে তার শিশুসন্তানের সাথে দেখে আমি একটা জিনিস শিখলাম , সেটা হলাে , শিশুসন্তান থাকা খুবই মজার একটা ব্যাপার ” – জেন গুডাল ।

মাকে নিয়ে ইসলামিক উক্তি (Maa Quotes in Bengali)

  • সন্তান তার মা – বাবার দিকে যতবার অনুগ্রহের নজরে তাকায় , আল্লাহ প্রতিটি দৃষ্টির বিনিময়ে একটি করে কবুল হজ্জের সাওয়াব দান করেন
  • মা জান্নাত : মায়ের পায়ের তলে সন্তানের বেহেশত
  • মা জিহাদ : নামাযের পরই পিতা – মাতার সাথে সদ্ব্যবহার করা সর্বাধিক গুরুত্বপূর্ণ । এমনকি আল্লাহর রাস্তায় জিহাদ করার চেয়েও
  • মা দোয়া কবুলের গ্যারান্টি : সন্তানের জন্য মাতা – পিতার দোয়া অবশ্যই কবুল হয় , তাতে কোনাে সন্দেহ নেই
  • আল্লাহর সন্তুষ্টি মাতা – পিতার সন্তুষ্টিতে এবং আল্লাহর অসন্তুষ্টি মাতা – পিতার অসন্তুষ্টিতে
  • মা ধ্বংস থেকে রক্ষাকবজ : সেই সন্তানের ধ্বংস অনির্বায , যে তার মাতা – পিতাকে অথবা দুইজনের একজনকে বৃদ্ধাবস্থায় পেল অথচ তাদের খেদমত করে জান্নাতে যেতে পারল না ( সহীহ মুসলিম )
  • মা জান্নাতের সুঘ্রাণ : ৫০ হাজার বছরের দূরত্বে জান্নাতের ঘ্রাণ পাওয়া যায় । আর অবাধ্য সন্তান এ ঘ্রাণও পাবে না
  • মা জান্নাতের নেয়ামত : পিতা – মাতার অবাধ্যচারী সন্তানকে আল্লাহ কখনই জান্নাতের নেয়ামতরাজির স্বাদ নেবারও সুযােগ দেবেন না । তবে তারা তওবা করলে ভিন্ন কথা
  • সমস্ত গুনাহ – ই এমন যে , তা থেকে আল্লাহ যাহা এবং যতটা ইচ্ছা মাফ করে দিবেন । কিন্তু পিতা – মাতার সাথে সম্পর্কচ্ছেদ , দুর্ব্যবহার করা , অধিকার আদায় না করার গুনাহ তিনি মাফ করবেন না । বরং যে লােক এই গুনাহ করে তার জীবদ্দশায় ও মৃত্যুর পূর্বেই তার শাস্তি ত্বরান্বিত করেন
  • রাসূল কারিম ( সা 🙂 বলেছেনঃ নারীর প্রতি সবচেয়ে বেশি অধিকার হচ্ছে তার স্বামীর , আর পুরুষের উপর সবচেয়ে বেশি অধিকার হচ্ছে তার মায়ের ।
Maa Quotes in bengali
Quotes on Mother in Bengali

মাকে নিয়ে ইসলামিক উক্তি (Mother Quotes in Bengali)

  • রাসূলুল্লাহ ( সা 🙂 বলেন , তিন রকম দোয়া নি:সন্দেহে কবুল হয় । মজলুমের দোয়া , মুসাফিরের দোয়া আর সন্তানের জন্য পিতা – মাতার দোয়া ।
  • আমি মানুষকে পিতা – মাতার সাথে সদ্ব্যবহার করার জোর নির্দেশ দিয়েছি । যদি তারা তােমাকে আমার সাথে এমন কিছু শরীক করার জোর প্রচেষ্টা চালায় , যার সম্পর্কে তােমার কোন জ্ঞান নেই , তবে তাদের আনুগত্য করাে না । আমারই দিকে তােমাদের প্রত্যাবর্তন । অতঃপর আমি তােমাদেরকে বলে দেব যা কিছু তােমরা করতে ।
  • পিতা – মাতা যদি তােমাকে আমার সাথে এমন বিষয়কে শরীক স্থির করতে পীড়াপীড়ি করে , যার জ্ঞান তােমার নেই ; তবে তুমি তাদের কথা মানবে না এবং দুনিয়াতে তাদের সাথে সদ্ভাবে সহঅবস্থান করবে । যে আমার অভিমুখী হয় , তার পথ অনুসরণ করবে । অতঃপর তােমাদের প্রত্যাবর্তন আমারই দিকে এবং তােমরা যা করতে , আমি সে বিষয়ে তােমাদেরকে জ্ঞাত করবাে ।
  • তােমার পালনকর্তা আদেশ করেছেন যে , তাকে ছাড়া অন্য কারও এবাদত করাে না এবং পিতা – মাতার সাথে সদ্ব – ব্যবহার কর । তাদের মধ্যে কেউ অথবা উভয়েই যদি তােমার জীবদ্দশায় বার্ধক্যে উপনীত হয় ; তবে তাদেরকে উহ ‘ শব্দটিও বলাে না এবং তাদেরকে ধমক দিও না এবং বল তাদেরকে শিষ্ঠাচারপূর্ণ কথা ।
  • আর আমি মানুষকে তার পিতা – মাতার সাথে সদ্ব্যবহারের জোর নির্দেশ দিয়েছি । তার মাতা তাকে কষ্টের পর কষ্ট করে গর্ভে ধারণ করেছে । তার দুধ ছাড়ানাে দু বছরে হয় । নির্দেশ দিয়েছি যে , আমার প্রতি ও তােমার পিতা – মতার প্রতি কৃতজ্ঞ হও । অবশেষে আমারই নিকট ফিরে আসতে হবে ।
  • উপাসনা কর আল্লাহর , শরীক করাে না তার সাথে অপর কাউকে । পিতা – মাতার সাথে সৎ ও সদয় ব্যবহার কর এবং নিকটাত্নীয় , এতীম – মিসকীন , প্রতিবেশী , অসহায় মুসাফির এবং নিজের দাস – দাসীর প্রতিও । নিশ্চয়ই আল্লাহ পছন্দ করেন না দাম্ভিক – গর্বিতজনকে ।
  • রাসূলুল্লাহ স . বলেন , সন্তান কোনাে ভাবেই পিতা – মাতাকে প্রতিদান দিতে পারে না । তবে যদি পিতা – মাতা গােলাম হয় , তখন তাকে ক্রয় করে আজাদ করে দিলে হয়ত প্রতিদান হয় ।
  • নবীজী স . বলেছেন , পিতা – মাতার সন্তুষ্টিতে আল্লাহ সন্তুষ্ট হন , আর পিতা – মাতার অসন্তুষ্টিতে আল্লাহ অসন্তুষ্ট হন ।
  • *পৃথিবীতে সবচেয়ে পবিত্র জিনিস হচ্ছে “আল কোরআন” *সবচেয়ে নিস্পাপ জিনিস হচ্ছে” ফুল” সবচেয়ে সুন্দর জীব হচ্ছে ” মানুষ “…সবচেয়ে মধুর নাম হচ্ছে “মা”…

মাকে নিয়ে কিছু কথা #1

শুধু বদলে যাননি আমার মা ! অনেক কিছুই বদলে গেছে। আগের মত সবাই আর একসাথে বসে নাস্তা করা হয় না। রাতের বেলা বাসায় ফিরলে সবার মুখগুলো একসাথে দেখা হয় না। সময় জটিলতার কারনে বাবা র সাথে দেখাও হয় দু একদিন পর। কিন্তু আমার মা জননি বদলে যাননি।

এখনো বৃষ্টির দিনে মা আমার পছন্দের খাবার খিচুড়ি রান্না করেন। আজ ও তাই। খুব একটা অবাক হইনি। কিন্তু একটা বেপার মারাত্মক ভাল্লাগসে। আমার মৃত দাদা র বয়সী এক ভিক্কুক বাসায় ভিক্ষার জন্যে আসলে আম্মা তাকে ভিতরে ডেকে খাওয়ালেন সেই খিচুড়ি। আহা ! আমার মা বদলে যাননি !!!

মা নিয়ে কিছু কথা #2

আমার মা। জানি না তিনি আমার মতো দুষ্টু একটা ছেলেকে কীভাবে মানুষ করেছেন। আমাকে বাগে আনা নিঃসন্দেহে সহজ ছিল না। তিনি নিশ্চয়ই খুব ধৈর্যশীল ছিলেন। একজন মায়ের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো, তাঁর সন্তান যেন নিরাপদ আর সুস্থ থাকে। আমার মায়ের কাছেও ব্যাপারটা তা-ই ছিল।

তিনি গত ২৪ বছর আমাকে দেখে রেখেছেন বলেই আমি খেলতে পেরেছি। এমনকি আমি ক্রিকেট খেলা শুরু করার আগেও তিনি একইভাবে আমার মঙ্গল কামনা করতেন। তাঁর প্রার্থনাই আমাকে শক্তি দিয়েছে। এই সব ত্যাগের জন্য, মা, তোমাকে ধন্যবাদ। – শচীন টেন্ডুলকার

মাকে নিয়ে কিছু কথা #3

মা, আমি জানি তুমি আমার লিখা এই অভিমান পত্রটা কখনই পড়তে পারবে না। কিন্তু অনেকটা নিরুপায় হয়ে আজ তোমার কাছে লিখছি। জানো মা এখন আর কেউ আমাকে বকা দেয় না, রাতে দেরি করে বাসায় ফিরলেও কেউ আমাকে কিছু বলে না।

এখন আর কেউ আমার জন্য রাতে খাবার নিয়ে বসে থাকে না…কেউ অভিমান করে বলে না “এখন বুঝি তোর বাসায় ফিরার সময় হল খোকা, আমি কতক্ষন ধরে তোর জন্য অপেক্ষা করছি, তুই কবে বড় হবি বলতো?” জান মা তুমি চলে যাওয়ার পর এখন আর কেউ আমাকে আগের মত ভালও বাসে না… বাবাটাও না কেমন জানি বদলে গেছে…আমার দিকে একবার ফিরেও তাকায় না।

আমি জানি তুমি এখন নিশ্চয়ই মনে মনে বলছো “খোকা এখন তুমি বড় হয়েছো, এই জন্য তোমাকে এখন আর কেউ বকা দেয় না ”। তাই যদি সত্যি হয় মা ,তাহলে আমি বড় হতে চাই না …আমার আবার তোমার বকা শুনতে ইচ্ছা করে মা।

আর লিখতে পারছি না মা আমার চোখ দুটো ঝাপসা হয়ে আসছে…এখন তো আর তুমি নেই পরে আবার আমার চোখ মুছে দেবে কে বলো? তুমি পারলে একবার আমার সপ্নে এসো মা ,তোমাকে না ভীষন দেখতে ইচ্ছা হয়…

মাতৃ দিবস নিয়ে স্ট্যাটাস #4

প্রচণ্ড অভাবের সংসার ছিল আমাদের। তিন বেলা ভাতই জুটত না ঠিকভাবে। কিন্তু সেই নিদারুণ অভাবকে কী করে পাশ কাটিয়ে যেতে হয়, তা আমার মায়ের কাছ থেকেই শিখেছিলাম। কখনোই মুখ ভার করে থাকতেন না মা। হাসিমুখে নীরব লড়াই চালিয়ে যেতেন অনটনের সঙ্গে। পেটে ভাত নেই, কিন্তু সত্যি কথা বলছি, মায়ের ভেতরের অমন শক্তি আমাদের মধ্যেও সঞ্চারিত হতো! উৎসাহ পেতাম জীবনযুদ্ধে টিকে থাকার। – সিদ্দিকুর রহমান

মা দিবস নিয়ে স্ট্যাটাস #5

মা মানে আদর, মা মানে শান্তি, মা মানে ছায়া। কখনও কি একবার ভেবে দেখেছি একজন মা কতোটা অসহায় হতে পারে? অথচ শত শত মা অনাহারে দিন কাটাচ্ছে..বাস স্থানের অভাবে রাস্তায় ঘুমিয়ে থাকে..এ গুলো তো আমাদের জন্যই হচ্ছে..কতো না কষ্টে তারা আমাদের গর্ভে ধারণ করেছে বিনিময়ে আমরা তাকে কিছুই দিতে পারিনি।

তাই আসুন আমরা সবাই মা কে ভালোবাসি যেন বিদ্রাশ্রম বা রাস্তা কোন মায়ের স্থান না হয়। যেন কোন মা অনাহারে দিন না কাটায় ? মা তোমাকে অনেক ভালোবাসি

মা দিবস নিয়ে স্ট্যাটাস #6

বিশ্বের অন্যান্য দেশের মতাে বাংলাদেশেও মা দিবস উদযাপিত হচ্ছে কয়েক বছর ধরে । কিন্তু বাঙালির মাতৃভক্তির ইতিহাস বহু পুরােনাে । দুর্যোগ মাথায় নিয়ে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সাঁতরে নদী পার হয়েছিলেন মাকে দেখবেন বলে ।

মা নিয়ে কিছু কথা #7

মায়ের ভালােবাসায় কোনাে স্বার্থ নেই , কোনাে প্রাপ্তির প্রত্যাশা নেই । মা তার সন্তানকে বুকভরা ভালােবাসা , প্রাণঢালা আদর বিলিয়ে দিয়ে ধন্য হন । মায়ের মমতার আঁচল সন্তানের সবচেয়ে নিরাপদ আশ্রয় । মাকে শ্রদ্ধা ও ভালােবাসা জানানাের নির্দিষ্ট কোনাে দিন নেই । মায়ের প্রতি ভালােবাসা প্রতিটি মুহূর্তের ।

তারপরও বিশ্বের সকল মানুষ যাতে একসঙ্গে মায়ের প্রতি শ্রদ্ধা জানাতে পারে , সে জন্য মে মাসের দ্বিতীয় রােববার আন্তর্জাতিক মা দিবস । মা দিবসে বিশ্বের সব মায়ের জন্য ভালােবাসা আর বিনম্র শ্রদ্ধা ।

মা নিয়ে কিছু কথা #8

তবে আধুনিক ’ মা দিবসের ধারণার প্রবর্তক অ্যান জার্ভিস । শান্তিকর্মী অ্যান জার্ভিস যুদ্ধবিধ্বস্ত আমেরিকার নারীদের নিয়ে পরিচ্ছন্নতা ও স্বাস্থ্যরক্ষার প্রয়ােজনীয়তা ও উপকারিতা নিয়ে প্রচার কাজ শুরু করেছিলেন ।

১৮৬৮ সালে তিনি নারীদের সংঘবদ্ধ করেন এবং আমেরিকার কিছু জায়গায় প্রচারণা চালান যে টমেটোর চারা যেন সবাই মা দিবসের পরই রােপণ করেন । তার আগে নয় ।

অ্যান জার্ভিস দিনটির সরকারি অনুমােদন পাওয়ার জন্য বিভিন্ন ধরনের চেষ্টা চালাতে থাকেন । কিন্তু সফল হতে পারেননি ।

তবে মৃত্যুর পর তার মেয়ে অ্যানা জার্ভিস মায়ের অসমাপ্ত স্বপ্ন পূরণের কাজে হাত দেন । তিনি চেষ্টা করতে লাগলেন একটি বিশেষ দিন ঠিক করে ‘ মা দিবস’টি উদযাপন করার জন্য ।

সে লক্ষ্যেই ১৯০৮ সালের ১০ মে তিনি পশ্চিম ভার্জিনিয়ার গ্রাফিটন শহরের সেই চার্চে , যেখানে তার মা অ্যান জার্ভিস রােববার পড়াতেন সেখানে প্রথমবারের মতাে দিনটি উদযাপন করেন ।

এর পর থেকেই আস্তে আস্তে সময়ের সঙ্গে সঙ্গে এটি বিস্তার হতে থাকে চারপাশে এবং একসময় এটি ছড়িয়ে পড়ে বিশ্বজুড়ে । বিশ্বের বিভিন্ন দেশে বিভিন্ন সময়ে মা দিবস পালিত হয় । কারণ দিবসটি উদযাপনের সূত্রপাত বিভিন্ন দেশে বিভিন্ন রকম । তবে বেশির ভাগ দেশে মে মাসের দ্বিতীয় রােববারেই পালিত হয় দিবসটি ।

মা দিবস নিয়ে স্ট্যাটাস #9

মা হল এমন একটা জায়গা যেখানে আমরা সবথেকে নিরাপদ থাকি । মায়েদের কাছে থাকে আমাদের মনের হদিশ , আমাদের প্রাণের কথা যা কখনাে আমরা নিজেও বুঝতে পারিনা তা মদের মায়েরা বুঝতে পারে , আমাদের বলে আমাদেরই অবাক করে দেয় ।

আমাদের কখন খিদে পায় আর কখন ঘুম সেটা যে মানুষটা মদের কথা বলার আগেই বুঝতে পারতাে সে হল আমাদের মা , আর জীবনের শেষ দিনটি অব্দি তাই ই থাকে ।

আমরা যত বড়ই হয়ে যাই না কেন আমাদের মায়ের কাছে আমরা একই রকম থাকি । মা হল একটি ছেলের প্রথম প্রেমিকা আর একটি মেয়ের সারা জীবনের প্রিয় বন্ধু । মায়ের কাছে থাকে আমাদের সব পেয়েছির দেশ , তার কাছেই আমরা সবথেকে আদরের সবথেকে ভালােবাসার হই ।

অনেকেই বলে মায়ের সাথে নাকি সারাজীবন সবকিছু ভাগ করে নেয়া যায়না , আমি বলি কি , একবার চেষ্টা করেই দেখ না ; তার মধ্যেও তাে অনেক দিন আগে হারিয়ে যাওয়া তরুণীটি ঘুমিয়ে আছে সে আবার জেগে উঠতেই পারে তােমার আদরের ছোঁয়ায় ।

Recommend Post:

Annaprashan Wishes in Bengali

100+ Sad Love Quotes in Bengali

100 Radha Krishna Quotes in Bengali

৩৫+ Sunset Quotes (সূর্যাস্ত নিয়ে উক্তি)

৫০+ Nature Quotes (প্রকতি নিয়ে উক্তি)

৮০+ Flower Quotes (ফুল নিয়ে উক্তি)

100+ মায়াবী চোখ নিয়ে উক্তি

Satyajit Ray Quotes in Bengali (সত্যজিৎ রায় উক্তি)

• শেষ কিছু কথা :

তো বন্ধুরা, আপনার Happy Mothers Day Quotes in Bengali, Maa Quotes in Bengali, Best Mothers Day Wishes in Bengali Font (SMS, Messages, Status, Caption)। পোস্ট টি কেমন লাগলো, কমেন্ট করে আমাদের জানান। আপনার একটি কমেন্ট আমাদের আরও উৎসাহিত করবে এই রকমের পোস্ট Publish করার জন্য।

আপনিও যদি এই রকমের মাকে নিয়ে উক্তি, মাকে নিয়ে ইসলামিক উক্তি, মা দিবস নিয়ে স্ট্যাটাস, মাকে নিয়ে সেরা উক্তি, মাকে নিয়ে কিছু কথা জানেন, তাহলে quotesinbengali2000@gmail.com – এই ইমেইল এ আমাদের সাথে Share করতে পারেন। আমরা আপনার পোস্ট টি আপনার নাম সহ প্রকাশ করব।

অবশেষে, আমি বলবো যে যদি Quotes গুলি আপনার ভালো লেগে থাকে, তাহলে নীচে Comment Box এ কমেন্ট করবেন এবং এগুলো আপনার প্রিয়জনের সাথে এবং বন্ধুদের সাথে অবশ্যই Share করবেন।

ধন্যবাদ।

Leave a Comment