100+ New Breakup Status in Bengali (Sad Love SMS Bangla)

ব্রেকআপ খুবই যন্ত্রণাদায়ক এবং হতাশাজনক। প্রায় প্রতিটি মানুষের জীবনেই এই ব্রেকআপ এসে থাকে। এখান থেকে আবার উঠে দাঁড়িয়ে নতুন করে জীবন শুরু করা সত্যিই কঠিন।

আজকের এই পোস্ট টি তে আমরা কিছু Sad Breakup Status in Bengali, ব্রেকআপ স্ট্যাটাস বাংলা, Bangla Breakup SMS, Breakup Sad Status Bangla, Breakup Quotes in Bengali, Bengali Breakup Status for Girlfriend, Boyfriend for WhatsApp & Facebook শেয়ার করছি। আশা করি আপনার ভালো লাগবে।

Must Read: ১০০+ Bengali Sad Love Quotes

Emotional Quotes in Bengali

ডিপ্রেশন ফেসবুক স্ট্যাটাস, ক্যাপশন, Quotes বাংলা

Breakup Status in Bengali for Girlfriend, Boyfriend (Sad Love SMS)

“আমি তোমাকে ভালোবাসি কেন জান ?কারন তুমি আমাকে কষ্ট দাও,কারন তুমি আমায় ঘৃণা কর,কারন তুমি আমার থেকে অনেক অনেকদূরে চলে যেতে চাও ।তুমি আমায় ভালো না বাসলেও আমি তোমাকে কেবল তোমাকেই ভালোবেসে নিজের সারা জীবনকাটিয়ে দেব । আমার মনের এই নিঃস্বার্থভালোবাসা কেবল তোমার জন্য, কেবলইতোমার জন্য …”

“অভিমান বেশী সময় বাঁচিয়ে রাখতে নেই, বহু বছর পর অভিমান ভাঙলে, গিয়ে দেখবে যার সাথে অভিমান সে আর নেই । হয়তো দূরে কোথায় ও হারিয়ে গেছে আর তখন Sorry বলার সুযোগ টুকু ও হারিয়ে যাবে “

“জীবনে অনেক খারাপ সময় পার করেছি। তবে এখন যেই সময়টা পার করছি সেটা আমি কখনো কল্পনাতেও ভাবিনি। মাঝে মাঝে দুনিয়াটা বড় নিষ্ঠুর লাগে।”

“ভালোবাসা খুব দামী জিনিস। যত্ন করে রাখতে হয়। কারন ভালোবাশা একবার হারিয়ে গেলে জীবনে আর কোনো দিন ফিরে পাওয়া যায় না।”

“জীবনে কখনো আনন্দ থাকে আর কখনো কষ্ট। সব সময় আমি সুখের আশা করি না, আর সব সময় কষ্ট সহ্য করতে পারি না। হয়তো তুমি অকারনে ই একটু বেশি কষ্ট দাও, যেটা আমার সহ্যের বাইরে।”

“কিছু কিছু কথা আছে বলতে পারিনা’এমন কিছু কষ্ট আছে সইতে পারিনা.এমন কিছু ফুল আছে তুলতে পারিনা.আর এমন1ta মনের মানুষ আছে ভূলতে পারিনা…

“এমন কাও কে ভালবাসবে না, যে ”ভালবাসা” কি এটাই জানে না। এমন কাও কে আপন করবে না, যে তোমাকে আপন করবে না। বন্ধু বানাও তাকে, যে তোমাকে গুরুত্ত দিতে জানে। ভালবাসার মানুষ/বন্ধুর কাছ থেকে কষ্ট পাওয়ার চেয়ে তাকে দুরে রাখা ভাল। ..… ”

“এখন আর স্বপ্ন আঁকি না দুচোখের কোণে………নেই কোন আশা আজ আমার পোড়া মনে…… এখন আর অশ্রু ঝোড়ে পরে না দুচোখ বেয়ে………যত ছবি আঁকা ছিল স্মৃতির দেয়ালে………… আজ তার সবটুকুই যে মুছে গেছে……তোমার দেয়া ব্যথাগুলো সহ্য করে করে……… কষ্টের মায়া জালে হৃদয়টা হয়”

“আমি অভিমান করি,, তুমি আমার কষ্ট বুঝবে বলে..
আমি দুরে খাকি,, তুমি আমাকে মিস করবে বলে,, ”

“আমি এমন এক জনকে চাই,, যে আমাকে বুঝবে,,
একটু চোখের আড়াল হলে,, পাগলের মত খুজবে,, ”

“তুমি সব সময় আমার পাশে থাকো,, তবু কেন তোমাকে দেখি না?
থাকতে হবে আশায় আশায় জানলে ভালোবাশা করতাম না,,
সাগরের পাশে বাস করে পিপাসায় মরতাম না. ”

Also Read: স্বার্থপরতা নিয়ে উক্তি (Selfish Friends Quotes in Bengali)

Breakup Sad Status Bengali for WhatsApp, fb

“চলেই যদি যাবে, তো এসে ছিলে কেন?
ভুলেই যদি যাবে, তো জান বলে ডেকে ছিলে কেন? ”

যদি জানতাম তোমার কষ্টের কারন হব আমি । তোমার এক ফোঁটা অস্রুর কারন হব আমি । তবে সত্যি বলছি আমি কখনোই আসতাম না তোমার জীবনে !! শুধু দুর থেকে ভালবেসে যেতাম তোমায় !!!

সব সময় নিজেকে খুব একা ভাবি,, কারণ জানি আমার পাশে থাকার মতো কেউ নেই । মাঝে মাঝে কাউকে খুব আপন ভাবি,, পাশে গিয়ে দেখি সবই আমার কল্পনা ।

সুন্দর রাত তার চেয়ে সুন্দর তুমি,
মনের দরজা খুলে দেখ তোমার অপেক্ষায় দাড়িয়ে আছি আমি।
দু’হাত বাড়ালাম আমি তোমার তরে, তুমি কি নিবে আমায় ভালবেসে আপন করে?

স্বপ্ন দিয়ে আঁকি আমি, সুখের সীমানা ।
হৃদয় দিয়ে খুঁজি আমি, মনের ঠিকানা ।
ছায়ার মত থাকবো আমি, শুধু তার পাশে, যদি বলে সে আমায় সত্যি ভালবাসে॥

কাউকে বেশি miss করো না’প্রেমে পড়ে যাবে —! কাউকে কষ্ট দিয়ো না’পরে নিজেই কষ্ট পাবে—-! কাউকে ভালোবেস না’হারিয়ে যাবে —! কাউকে পেয়ে ভুলে যেয়ো না’তা হলে সারাজীবন কষ্ট পাবে —

তোমার জন্য আমি আর কাঁদিনা কাঁদলেও চোখের পানি ঝরে না, চোখের পানি ঝরলেও কষ্ট হয়না কষ্ট হলেও আমি আর তোমাকে ভালবাসিনা ।। ভালবাসলেও তোমাকে বলবো না জানি, বললেও তুমি শুনবেনা, শুনলেও, তোমার কিছুই আসে যায় না কারণ আমি আজ নিঃস্ব…বড়ই নিঃস্ব ।।

প্রতিটা দিন প্রতিটা রাত কষ্টের জলে ভাসি আমি, তবুও এ হৃদয় প্রতিটা মূহুর্তে জানতে চায় কেমন আছো তুমি। হয়ত ভালো আছো, আর হয়ত বলছি কেন ভালোই তো আছো তুমি।মোরে ভুলে সুখ সমুদ্রে ডুবে আছো তুমি।মোরে যদি থাকবেই ভুলে তবে ভালো কেন বেসেছিলে, আর ভালোই যদি বেসে থাকো তবে মোরে ভুলে গেলে কেমন করে।আমি তো ভুলতে পারিনি তোমাকে, তোমার স্মৃতি গুলোকে।

কে আমি??? কতটুকু জানো আমায়???কতটুকু জানলে বলা যায়,তুমি সবটুকু জেনেছ আমায়।মুখোশ পরে এক আমি আবার মুখোশের আড়ালে অন্য আমি।তোমার অজানা হাজারও আমির ভিতরে আজ লুকিয়ে আছি আমি,শুধুই আমি।তোমার কল্পমায়ায় এক আমি আর আমার বাস্তবতায় আরেক আমি।তাই বলছি আজ হাজারও আমির গভীরে হারিয়ে গেছি আমি।আর কখনো খুঁজে পাবে না তুমি।

তুমি একদিন আমার মত কষ্ট পাবে তুমিও আমার মত চোখের জল ফেলবে আর তুমি আমার কথা ভাববে কবে জানো? যে দিন তুমি আমার মত সত্যি ভালোবাসবে।

জানি না আজ আমার কি হয়েছে, শূন্য মনের গহীন অতলে এক ঝড় উঠেছে !ভিষন ভাবে তোমাকে মনে পড়ছে, তোমার কথা ভাবতেই জল এলো দু’চোখের কোনে !কেমনে বলবো আমি-একটু খানি ভালোবাসি তোমায় ! সেই সাধ্য দেওয়া হয়নি আমায় !তবুও কেনো জানি তোমাকে অনেক ভালোবাসি !!

Also Read: Self Love Quotes in Bengali (নিজেকে ভালোবাসা নিয়ে উক্তি)

Breakup Bangla Status for Facebook, WhatsApp

বসে আছি আমি একা, ভাবছি তোমায় নিয়ে | ভাবতে ভাবতে হঠাৎ চোখে এল জল | তুমি জানো আমার এই চোখের জল আনন্দের নয়, অনেক কষ্টের |আর এই কষ্টের কারন হলে তুমি. কেনো দিলে আমাকে এতো কষ্ট ?আমি তো তোমাকে দেই নি,তবে তুমি কেনো | ভাল থাকো অনেক সুখে থাকো আমি দোয়া করি |

এই কেমন অবাক পৃথিবীতে বাস করি, ভালোবাসার কথা বলার মত দুই একজন থাকলেও, তা বোঝার মত কেউ নেই ।

মানছি আমার ভুল হয়েছিল , তোমায় মুখ ফুটে কখোনোও ভালবাসার কথা বলতে পারিনি, তবে দোষ তো তোমারও কম ছিল না, একবারও আমার চোখের ভাষা পড়ার চেষ্টাও করোনি , নিরবতাকে না বুঝে ভেবেছো কখনও তোমায় ভালবাসিনি !!!

আবার ফিরে আসো অন্তত এক ঘন্টার জন্য…।নয়তো এক মিনিটের জন্য…অন্তত একটা মুহূর্তের জন্য…।বলবো না পাশে থাকতে ।বলবো না আর একটি বার নতুন করে ভালোবাসতে…।শুধু বলবো, তোমার দেয়া স্মৃতি গুলো নিয়ে যাও ।

তোমার শহরের কোথাও আমি নেই অথচ আমার পুরো শহরটাই তুমি,, তুমি আমার ব্যস্ততা আর আমি তোমার অবসর।

তোমার মাঝে আমার সমস্ত সুখ লুকিয়ে ছিল !!!তাই তোমাকে চেয়েছিলাম সুখ পাবো বলে ! কিন্তু তুমি যা দিয়েছ সুখের বদলে তার কোন তুলনা হয় না, আসলেই তা অমুল্য এক কষ্ট আর যন্ত্রনা তোমার দেয়া কষ্ট আর যন্ত্রনা নিয়ে এখনো বেঁচে আছি সুখ পাবো বলে আমার সুখ মানেই তুমি !!

অবুঝ বালিকা,ফেইজবুকে তোমার সাথে প্রথম পরিচয় থেকে কেমন যেন একটা ভাল লাগা কাজ করে। এর পর একে একে কেমন করে যেন তোমার উপর একটা নির্ভরশীল হয়ে পরলাম।সকাল থেকে রাত পর্যন্ত ফেইজবুকে কথা বলা কখন কোথায় কী হল সবই যেন তোমাকে জানাতে হবে।তুমি কী বুঝ আমার জীবনে তুমি কতটা গুরুত্বপূর্ণ।তোমার নামটাও কখনো জানা হয়নি।জানতে চাইও না।আমি শুধু তোমাকে চাই।

কাঁদবে কি তখন ? চির নিদ্রায় ঘুমাবো যখন.. মনে রাখবে কি তখন ? না ফেরার দেশে চলে যাবো যখন.. ।ডাকবে কি তখন ?? তোমার ডাকে সাড়া দিবনা যখন..।

আজ হলো সেই দিন, সুখ পেলাম যত! আজ হলো সেই দিন, বুকে পেলাম ক্ষত! আজকের এই দিনে, আপন হলো পর! আজকের এই দিনে, ভাঙলো এই অন্তর!

তুমি যখন তোমার শাড়ি সাজিয়ে রাখো আলনাতে, আমি তখন দু’চোখ মেলে তাকিয়ে থাকি জানলাতে। আকাশ দেখি, বৃষ্টি দেখি, দেখি আমার চোখের পানি, নিয়ে দুরের আকাশ পথে যাচ্ছে উড়ে মেঘের দল।

চোখের পানিই হল সব থেকে মূল্যবান পানি,, কারন কি জানেন??
পৃথিবীতে অনেক রকমের পানি থাকলেও একমাত্র চোখের পানিই বুঝাতে পারে কাউকে হারানোর কষ্ট.

Also Read: Best 100+ অবহেলা নিয়ে উক্তি, স্ট্যাটাস, ক্যাপশন, কবিতা, SMS

Bengali Breakup Status for fb, Instagram

হাসি সব সময় সুখের পরিমান বুঝায় না। এটা মাঝে মাঝে এটাও বোঝায় আপনি কতটা কষ্ট আড়াল করতে পারেন।

তুমি যখন কারো কাছথেকে বিদায় নিয়ে যাত্রা শুরুকরবে,তখন পেছনে ফিরে তাকাবে না ।পেছনে ফিরে তাকানোর অর্থহলোঃ মায়া নামক ভ্রান্তি কে প্রশ্রয় দেয়া ।

ও ’চাঁদ’ তোমার মতো আমি ও একা। তোমার চার পাছে যেমন ‘মেঘ’ আছে, তেমনি করে আমার চার পাছে আছে অজানা সব ‘কস্ট’, আমি বুজিনা জীবনটা কেন এমন?

জীবনটা অনেক অদ্ভুত। কিছু সুখ , কিছু দুঃখ, কিছু ভালবাসা এ নিয়েই জীবন । তারপরেও কিছু কিছু মানুষ আছে তারা সবার থেকে অনেক ভীন্ন। তারা সবার সামনে খুব ভালো থাকে , কষ্ট গুলো কাউকে বুঝতে দেয় না ।তার পাশের অনেকেই ভাবে সে হয় তো খুব সুখী ।কিন্তু সে মানুষটি যে নিরবে কাঁদে তখন সে দুঃখ দেখার বা বোঝার মতো কেউ থাকে না । অাসলে সব কষ্ট সবাইকে দেখানো যায় না কিছু কিছু কষ্ট মনের মধ্যে লুকিয়ে থাকে ।

আমি হয়তোবা তোর জন্য হাত কাটতে পারিনি,বাড়ি ছাড়তে পারিনি,কিন্তু আমি তোর জন্য প্রতিটা রাত,দিন চোখের জল ফেলতে পেরেছি।ভালবাসার যন্ত্রনা যে এতটা ভারী সেটা বুঝতে পারি নির্ঘুম রাতে।যখন একাকি জেগে থাকি। যে তুই আমাকে এতো ভালোবাসতি,আর সেই তুই আজ নিজেকে আড়ালকরে নিলি।সত্যি আমার এগুলো লেখতে খুব কষ্ট হচ্ছেরে,চোখের জলে সব ভিজে যাচ্ছে,।তোকে যে খুব ভালবাসিরে ।।

না চাইতে যা পাওয়া যায়,তা সব সময় মূল্যহীন।তেমনি করে আমিও তোমার জীবনে মূল্যহীন।কারন,তুমি তো চাওনি আমাকে।কিন্তু আমি চেয়েছি তোমাকে।আমার জীবনঅাত্মার গভীর প্রেম হয়তো তোমাকে পাওয়ার বাসনা করে ছিলো।তাই তুমি কখনো আমার জীবনে মূল্যহীন নও।

সত্যি কি তুমি আমাকে ভালোবাসো, না কি এটা শুধুই ভালোবাসা নামক অভিনয়। যদি তাই হয় তাহলে আমাকে আর জরিয় না তোমার জীবন নামক গোল চক্রে।যতই জটিল হবে তোমার অভিনয় ততই কষ্ট বাড়বে আমার।হয়ত কোন একদিন ক্ষমা করে দিব আমি তোমাকে, কিন্তু তুমি কি পারবে নিজেকে ক্ষমা করতে।হয়ত পারবে না, তাই বলছি ভালোবাসার নামে অভিনয় করো না।তুমি কি আজো অভিনয় করছ ?

সপ্ন ভরা জীবনে দুঃখ যখন আসে,সবাই তখন পর হয়ে যায় থাকেনা আর পাশে।কষ্ট যখন মনের মাঝে দিয়ে যায় ব্যথা, সবাই তখন ভুলে যায় সম্পর্কের কথা।

আমার যদি একটা পৃথিবী থাকত তাহলে সেখানে যেয়ে চিৎকার করে কাঁদতাম, কেন যানো? তুমার দেওয়া স্মৃতি এত যন্রনা দেয় আমাকে যা সহিবার মত শক্তিআমার মাঝে নেই।

হেমন্তে পাওয়া প্রেম তুমি,বলেছিলে কোন এক দিন রয়ে যাবে মোর মনের গহীনে।চিরকাল ভালোবেসে মোরে মাতাবে হেমন্তগন্ধে।মনের হেমন্তে বেঁচে থাকার সরণিতে এক ফোঁটা ভালোবাসা দিও মোরে।সেই ভালোবাসা দিয়ে হেমন্তের নিশিতে সাজিয়ে তোমারে আনব আপন আলয়ে।

আমি আছি শেষের পথে আর তুমি সূচনায়, শেষের পথে দাঁড়িয়ে ভালোবাসি আমি শধুই তোমায়।ভালো তোমায় বেসে একদিন যাব আধারে মিলিয়ে, আসব না আর আলোর পৃথিবীতে।তুমি থেকো অনেক সুখে।তুমি সুখে থাকলে আধারে মিলবে আলোর সন্ধান, এটাই হবে তোমার ভালাবাসার প্রতিদান।

ব্রেকআপ স্ট্যাটাস বাংলা for Girlfriend, Boyfriend (Quotes)

শুনেছি আমি তুমি ভালোই আছো ভুলে গেছো আমায় আবার উড়তে শিখেছো শুনেছি আমি জীবন নাকি থেমে থাকে না তবু কেন আমি তোমায় ভুলতে পারিনা বল তুমি ছাড়া আর কে আছে আমার সব গানে আমি চেতন মনে, আর কতো দিন আমায় কাঁদাবে?

ভুল তোমার ও ছিলো, সেটা তুমি বুঝনি, রাগ আমার ও ছিলো, কিন্তু আমি দেখাইনি. ভুলে আমি ও যেতে পারতাম, কিন্তু চেষ্টা করিনি, কারন আমি তো ভুলার জন্য তোমায় ভালোবাসিনি

ফুলকুমারী তোমার পদ্ম আখির মায়ায় পরেছি।চন্দ্রকিরন রাতে মোর চিত্তের গহীনে তোমার প্রতিকৃতি দেখে তোমায় ভালোবেসেছি।অবিনাশী কাল নিঃশঙ্ক চিত্তে তোমায় পাবার আশায় প্রহর গুনছি। ও নীলকন্ঠী তুমি ভালোবাসলে মোরে ঝরবে না নেএনীর।অন্তর্জ্বালা যাবে মুছে হিমান্তের নিশিতে।অতঃপর মোর জীবন নতুন ময়ূখ দেখবে।কলকন্ঠ পাখিরা নিশিদিন আমাদের খোঁজে যাবে।

কালের খেয়ায় স্বপ্ন দিচ্ছে পারি দুঃখের নীল অস্তরাগে।তোমায় ভালোবেসে কন্ঠস্বর বেদনার ঝড় হয়ে আসে।অবিশ্বাসের মেঘে মোর কান্নাভেজা মুখ খানি ভাসে।মোর জীবন যেন বিদায় নেয় তোমার মৃত্যুর আগে।

যখন নিরবে দূরে দাঁড়াও এসে,যেখানে পথ বেঁকেছে, তোমায় ছোঁতে চাওয়ার মূহুর্তরা।কে জানে, কি আবেশে দিশাহারা।আজ আমিও ছুটে যাই সেই গভীরে,আমিও ধেয়ে যাই কিনিবিঢ়ে। তুমি কি মরিচিকা,না ধ্রুবতারা তোমায় ছোঁতে চাওয়ার মূহুর্তরা।কে জানে, কি আবেশে দিশাহারা…নাকি শুধুই মরিচিকা_??

তোমারি অপেক্ষায় থাকবো আমি কোন দূর অজানায় নিয়তির এই খেলাতে কেউতো কারো নয়
বুজি না আজ ভাবনা গুলো আজ কেন এলোমেলো হয় তবু যেন সবকিছু
এগিয়ে যাওয়া আগের মতোই কোন সত্য মিথ্যে নাই সবিতো যেন বাস্তবতায় মনে হয়…

ভালোবাসার মাঝে টক-ঝাল মিষ্টি এগুলো সবই আছে কিন্তু ভালোবাসার এসব অনেকের জীবনেও মিছে।

কেমন করে চলে গেলে হাওয়ার সাথে মিশে?
পাখির গানে ঘুম ভাঙ্গে, তোমার ফোনে না। প্রতিক্ষার প্রহর শেষে দেখা হল না..

আমি রাতকে ভালবাসিনা,,
তবুও আমি প্রতিরাত জেগে খাকি..
তোমার দেয়া কষ্টে ঘুম আসেনা বলে.

মনটা দিলাম তোমার হাতে যতন করে রেখো,
হৃদয় মাঝে ছোট্ট করে আমার ছবি এঁকো.
স্বপ্ন গুলো দিলাম তাতে আরও দিলাম আশা
মনের মতো সাজিয়ে নিও আমার ভালবাসা …

এ নিষ্ঠুর পৃথিবীতে সত্যিকারের ভালোবাসা পাওয়া বড় দায়, সবাই মিষ্টি কথা বলে মন ভোলাতে চায়। আসলে থাকে না কারো অন্তরে ভালোবাসা, স্বার্থের লাগি আছে কাছে মনে অন্য আশা। স্বার্থ উদ্বার হয়ে গেলে, দুঃখ দিয়ে কেটে পড়ে।

Bangla Breakup SMS, Message, Caption

নিষ্পাপ হয়ে এসেছিলাম পাপী হয়ে যাবো, ভাবিনি এই পৃথিবীতে এতো কষ্ট পাবো । বন্ধু বলো বান্ধব বলো কেউই আপন নয়, ক্ষনিকের এই পৃথিবীতে সবই অভিনয়……!!

অনেক ভালোবেসে ছিলাম তোমাকে কিন্তু তুমি তা কখনো বুঝোনি বুঝবে কি করে ???তুমি তো আমাকে ভালোবাসনি।ভালোবাসা বুঝতে যদি আমাকে ভালোবাসতে।হয়তো একদিন ভালোবাসা কি বুঝবে, সে দিন নীরবে কাঁদবে।আমি আজও ভালোবাসি তোমায় । আর সারাজীবন এভাবেই ভালোবাসবো !!!

আজ স্মৃতির পাতা উল্টে দেখলাম কত মানুষ জীবন থেকে হারিয়ে গেছে।কত চেনা মানুষ , অচেনা হয়ে গেছে হয়তো কোন এক দিন ,আমিও অচেনা হয়ে যাবো এই পৃথিবী থেকে !!

অসহ্য যন্ত্রণা হচ্ছে,,, আমার চোখের দিকে তাকিয়ে দেখ…? যন্ত্রণা গুলো কেমন মুক্ত ভাবে ঝরে পরছে। আমি কাঁদছি – তুমি এটাই ভাবছো তো,,,? না, না, আমি কাঁদছিনা; কাঁদলে নোনা জল বের হতো। আমার চোখে যে বর্ষণ তুমি দেখছ, তার স্বাদ নোনা নয়; তিক্ততা। আর বর্ণহীনও নয়; একটু নীলাভ। যন্ত্রণা গুলো আমার মাঝে আর থাকতে চায় না। এ গুলো তো তোমারই দেওয়া,,, তাই তোমার কাছেই ফিরে যেতে চায় !!! পারবে কি এ গুলো গ্রহন করতে,,,??? প্রশ্নটা তোমার কাছে,,, উত্তরটা না হয় তোমারই কাছে থাকুক।

মাঝেমাঝে মনে হয় যদি তোমাকে দেখাতে পারতাম কতটা ভালোবাসি তোমকে। যেদিকে তাকাই শুধু তোমার স্মৃতি,মনে পরে যায় ভালোবেসে ছিলাম কতটা শুধু তোমাকে। আধাঁরে ঘেরা আমার এই পৃথিবী আলো দিয়ে ভরিয়ে দিলে তুমি। আমার এক নতুন জীবনের সূচনা করলে। তখন মনে হতো সময়ের কাটা যদি থামিয়ে দিতে পারতাম তবে হয়ত সারা জীবন এমনই সুখ থাকতে পারতাম।…..

দুই পাখির দুই মন’যদি হয় এক মন’দুই মনের একটি আশা’এর নাম ভালবাসা’ফুল ফুটে বাগানে’প্রেম হয় গোপনে’বাড়ির পাশে প্রেম করলে সুখ নেই কার জীবনে.

ভুলবোনা কোনদিন আমি তোমাকে,যত দুরে যাও তুমি ছেড়ে আমাকে,সারা জীবন ধরে তোমায় করব আমি স্মরন,তোমায় ভোলার আগে যেন হয় আমার মরন.

জীবনটা বড় কঠিন, জীবনের পথ কখন কোন দিক বেকে যায় কেউ বলতে পারে না|
আজ একজন পাশে আছে কাল সে হয়তো নাও থাকতে পারে তাই
বলে কি জীবন থেমে থাকবে না তা কখনো হয়না হতে পারে না|

আমি ছিড়ে ফেলেছি ডায়রীর পাতা,,
যেখানে লিখা ছিলো হাজারো স্বপ্নের কথা..
শুধু ছিড়তে পারিনি আমার মনের পাতা,,
যেখানে জমা আছে অনেক ব্যাথা.

অচেনা পাখি হয়ে বেধেছিলে বাসা, নিয়ে গেল মন তুমি ভেঙ্গে দিলে আশা। কার আকাশে এখন তুমি মিষ্টি গান গাও, মন ভেঙ্গে তুমি কি সুখ পাও?

আমি কষ্টের স্মৃতি নিয়ে করি বসবাস…
আমায় নিয়ে কখনো করোনা উপহাস…
আমার জীবনটা হল, একটা দুঃখের ইতিহাস….
এটাই আমার ভাগ্যের, নির্মম পরিহাস।

Breakup Sad Status Bangla SMS, Quotes

তুমি হাসলে সবাই তোমার সাথে হাসবে’’কিন্তু তুমি কাঁদলে কেউ তোমারসাথে কাঁদবেনা’’মানুষকে কাঁদতে হয় একা একা..!

একাকি রাজপথে নিঃসঙ্গ পথচলাপথের অন্তরালে তুমি আর তোমার ছায়া;নিস্তব্ধ দ্রোহের মায়াজালেশূন্যতার প্রতিশ্রুতি তুমিঅন্ধকার, চারিদিকে অন্ধকার।

‘জীবনটা বড় কষ্টের। বিপদের সময় কাউকে পাশে পাওয়া যায় না। আর যখন বিপদ কেটে যায় তখন বন্ধুর অভাব থাকে না।’

পথিবীর সব সুখ তখনি নিজের বলে মনে হয়|যখন ভালবাসার মানুষটি ভালবেসে পাশে থাকে|আর তখনি নিজেকে ভাগ্যবান বলে মনে হয়, যখন ভালবাসার মানুষটি কথা দিয়ে কথা রাখে|বিশ্বাস দিয়ে বিশ্বাস দিয়ে বিশ্বাস রাখে|

যে মানুষ হাজার কষ্টের মাঝেওতার প্রিয় মানুষ টিকে মনে রাখেসে সত্যিকার অর্থে ঐ প্রিয় মানুষটিকে ভালবাসেসে তাকে কখনো ভুলতে পারে না…

হারিয়ে যদি যাবি তুই কভুভালবাসার এই বাঁধন ছিড়ে,আমার শুন্য মনের ঘরে বাসা বেঁধেকেন চলে গেলি আজ বহুদূরে।সন্ধ্যার আকাশের তারা মতজ্বলে আবার নিভে গেলি তুই,কাছে এসে, ভালবেসে কেনহয়ে ছিলে একে একে দুই।

হৃদয়ে যতন করে রেখেছিভালবাসায় ধরে রাখব তোমায়,হারিয়ে যাবে না কভু আমায় ছেড়েদূর অজানা ঐ দিগন্তের কোথায়..।

যে জন সৃষ্টি করেছে তোমায়,, আমিও সৃষ্টি তার.. তবু কেনো তোমার সাথে,, ব্যবধান আমার.. আমারো তো মন আছে,, আছে ভালবাসা.. আমারো তো থাকতে পারে,, তোমায় পাবার আশা..!!

আমি যেদিন চলে যাব শান্ত মাটির নিচে| পাবে না আর খুঁজে আমায় হাজার লোকের ভিড়ে|কাদবে শুধু একা একা বুঝবে না তো কেউ| সুখ গুলো কেড়ে নিবে দুঃখের সেই ঢেউ|

আমি ছিড়ে ফেলেছি ডায়রীর পাতা,, যেখানে লিখা ছিলো হাজারো স্বপ্নের কথা.. শুধু ছিড়তে পারিনি আমার মনের পাতা,, যেখানে জমা আছে অনেক ব্যাথা..!

তোমারি অপেক্ষায় থাকবো আমি কোন দূর অজানায়নিয়তির এই খেলাতে কেউতো কারো নয়বুজি না আজ ভাবনা গুলো আজ কেন এলোমেলো হয়তবু যেন সবকিছু এগিয়ে যাওয়া আগের মতোইকোন সত্য মিথ্যে নাই সবিতো যেন বাস্তবতায় মনে হয়…

Breakup Status in Bengali (ব্রেকআপ স্ট্যাটাস বাংলা)

দুটি চোখের কান্নার মর্ম যদি কেউ বুঝতো। দুঃখের পিছনেও যে সুখ আছে সেটা যদি সবাই জানতো।ভালোবাসার মাঝে টক-ঝাল মিষ্টি এগুলো সবই আছেকিন্তু ভালোবাসার এসব অনেকের জীবনেও মিছে।

যদি কর সুখের আশা করিও না ‘ভালবাসা’| ভালবাসা অতি ‘কষ্ট, এতে হয় জিবন’নষ্ট,ভালবাসার শেষ ‘ফল’ বুকে বেথ্যা চোখে ‘জল.হায়রে ভালবাসা।

সৃষ্টি হবে অন্যরকম গল্প আজ, আলোর নিচে সাজাবো আমি, অন্ধকারের সাজ দেখে আবার আসেনা যেনো, তোমার চোখের পানি। হটাৎ করে দেখবে তুমি, হারিয়ে গেছি আমি।

তোকে ছাড়া যদি কাটাতে হয় বাকিটা জীবন, আমিও কি আর থাকব এই পৃথিবীতে তখন!!!!

অন্য কারো হাতে তোমার সুখ আমানত দিও না, কারন সে হারিয়ে গেলে তোমার সুখকে আর তুমি খুজে পাবে না….!!!

মনটা দিলাম তোমার হাতে যতন করে রেখো,হৃদয় মাঝে ছোট্ট করে আমার ছবি এঁকো.স্বপ্ন গুলো দিলাম তাতে আরও দিলাম আশা মনের মতো সাজিয়ে নিও আমার ভালবাসা…

সুখের আকাশটা আজ,রাতের মতো কালো। সাজানো স্বপ্ন গুলো হয়ে গেছে এলোমেলো।

তোকে ছাড়া কষ্টে কাটে দিন, খুজবি আমায়, বুজবি সেদিন । বাজবে যেদিন আমার মরন বীন ।

মুক্তি আনন্দে আমিও হাঁসবো আমার সে হাঁসিতে থাকবে শুধু সুখের প্রলেপ ।আমি উড়বো আনমনে, আমি গাইবো প্রাণ খুলে, আমি তাকাবো অপলক নেত্রে, হাঁ ! এমনিভাবে আমি মরবো অকাতরে. . .।

সময় জুড়ে শুধু শুন্যতা নীরবে ছুঁয়ে থাকে ভুলেও আমি ভাবিনি হারাবো কখানো তোমায় এভাবে…

হয়তো তুমি ও বাসবে ভালো, কিন্ত আমি থাকবো না শান্ত হয়ে ঘুমিয়ে যাবো, আর কোনদিন জাগবো না ভালোবাসার অজুহাতে, তোমায় কাছে ডাকবো না আর কোনোদিন তোমার পথে, দাঁডিয়ে আমি থাকবো না।

Bangla Breakup SMS (Status, Caption, Quotes)

শপনো ছিলো রাশি রাশি মিত্যা ভালোবাসা। তাইতো জানি তোমার জন্য চোখের জলে বাসা এতো ভালোবাসি তোরে বাসলিনা কেন বল।

আকাশের ঐ মিটিমিটি তাঁরার সাথে কইবো কথা নাইবা তুমি এলে।তোমার স্মৃতির পরশ ভরা অশ্রু দিয়ে গাঁথবো মালা নাইবা তুমি এলে…।

সুখে থাকো দুঃখে থাকো, খবর তো আর রাখ না। এখন তো আমায় তুমি ভালো আর বাসো না। যতো ভালোবাসা ছিলো দিয়ে ছিলাম তোমাকে। তবু তুমি কিছুতেই বুঝলেনা আমাকে।

আমি যখন তোমার নাম মাটিতে লিখলাম ,, বৃষ্টিতে ভিজে গেলো .
আকাশে লিখলাম ,, আকাশ মেঘে ঢেকে গেলো ..
কিন্তু যখনই হৃদয়ে লিখলাম ,, ঠিক তখনই তুমি আমায় ভুলে গেলে..

একাকি রাজপথে নিঃসঙ্গ পথচলা পথের অন্তরালে তুমি আর তোমার ছায়া,
নিস্তব্ধ দ্রোহের মায়াজালে শূন্যতার প্রতিশ্রুতি তুমি অন্ধকার, চারিদিকে অন্ধকার।

কষ্ট মানুষ কে পরিবর্তন করে , কষ্ট মানুষ কে শক্তিশালি করে আর প্রতিটি কষ্টের অভিঙ্গতাই আমার জন্য নতুন শিক্ষা ।

যদি কাউকে ধোঁকা দিতে পারো,, তাহলে ভেবোনা সে বোকা ছিলো.. মনে রাখবে সে তোমাকে বিশ্বাস করে ছিলো,, কিন্তু তুমি তার সেই বিশ্বাসের যোগ্য ছিলেনা..!!

যারা খুব কাঁদতে পার,, তাদের সবচেয়ে বড় লাভ হচ্ছে তাদের মনে কষ্ট তেমন জমে না.. অথচ যারা মন খুলে কাঁদতে পারে না,, তাদের মনটা হল,, ‘কষ্টের আকাশ’

পৃথিবীর সবচেয়ে আনন্দময় জিনিস গুলির-জন্যে কিন্তু টাকা লাগে না ।
বিনা মূল্যে পাওয়া যায় যেমন জোছনা,বর্ষার দিনের বৃষ্টি, আর আমার ভালবাসা|

মেঘ ভেবে ছিলাম তোকে বৃষ্টি হয়ে এলি। আমার যত স্মৃতি ভিজিয়ে দিয়ে গেলি। হয়ত কালকে সবার মত তুইও ছেড়ে যাবি, মনে রাখিস হাত বাড়ালেই আমায় খুঁজে পাবি।।

বুঝিনি এতটুকু তোমাকে হারিয়েছিলাম স্বপ্নের ঘোরে কতটা পথ ঘুরে এসেছি তুমি বন্ধু আমার ছিলে পাশে …

Sad Love Breakup Status in Bengali for Girlfriend, Boyfriend

জানি ফিরবেনা এই মনের নিড়ে তবুও অপেক্ষায় থাকবো সারা জীবন ধরে ।

খাচার পাখি উরে গেলে যেমন আসে না আর ফিরে| সুখ হাড়ীয়ে গেলে তেমন আসেনা আর ঘুরে|র্ুখ যেন এক উরন্ত পাখি বাসা বাঁধেনা জীবন থেকে চলে গেলে ফির আসেনা | দুঃখ যেন পোষা পাখি পিছন ছারেনা।

যতো ভালবাসা পেয়েছি তোমার কাছ থেকে ; দুষ্টু এই মন চায় আরো বেশি পেতে ; কি জানি তোমার মধ্যে কি আছে ; কেনো যে এ মন চায় তোমাকে আরো বেশি করে কাছে পেতে .!!

আমি অভিমান করি,, তুমি আমার কষ্ট বুঝবে বলে.. আমি দুরে খাকি,, তুমি আমাকে মিস করবে বলে,, অল্পতে রাগ করি,, রাগ ভাঙ্গাবে বলে.. তাই বলে ভুলে যাবে এটা কখনো ভাবিনি..!!

তুমি সব সময় আমার পাশে থাকো,, তবু কেন তোমাকে দেখি না? থাকতে হবে আশায় আশায় জানলে ভালোবাশা করতাম না,, সাগরের পাশে বাস করে পিপাসায় মরতাম না..!!

আজও কেন কাদাঁয় তোমার দেয়া স্মৃতিগুলো,
ভেংগে দেয় মন অবেলায়, একা পরে থাকে তোমার লেখা চিটি গূলো।
শূণ্যতায় দিন যে হাড়ায়। সে কী জানে ভাংগা মনে কেউ ত বাসেনা খুব গোপনে,
কতো যে ফাগূনে শরত্ ও বিকেলে ভিজে শ্রাবনে তুমি তো এলে না ফিরে এমনে ।
তোমায় ছুয়ে ছুয়ে মেঘের আঁচল টুরে কোথাও নিয়ে যায় ।

সবার জীবনেই তো প্রেম আসে। কেউ হয়তো ভালোবাসার মানুষটিকে নিয়ে স্বপ্ন দেখে জীবন কাটিয়ে দেয়। আবার কেউ কেউ বাস্তব জীবনেই ভালোবাসার মানুষটির উপস্থিতি উপভোগ করার সৌভাগ্য অর্জন করে !!!!!

জানিনা এই অবুজ হৃদয় কার অপেক্ষাই আছে…….. জানিনা এই সরল মনে কার জায়গা হবে……… শুধু জানি হৃদয়ের ঘরে যাকে রাখব……… সারা জীবন তাকেই ভালবাসবো !!!!

মন চায়, বিন্দু বিন্দু সুখের জলকণা দিয়ে, তোমায় ভিজিয়ে দিতে, আর তোমার কষ্টের পাথরগুলো শান্ত নদীতে ফেলে দিতে মন চায়, অবিরাম বৃষ্টির পথ ধরে হাটতে হাটতে, হারিয়ে যাই অজানা কোনো দেশে আর সেখানে নতুন ভুবন গড়ে তুলতে মন চায় ।শেষ জীবনের অন্তিম কালে পাশে থাকবে তুমি, আমার পানে চেয়ে।

যদি ভুলে আমায় পড়ে গো মনে,, ভেবে নিও পাশে আছি প্রতিটি খনে,, দুর থেকে কামনা করি,, সুখে থেকো নিয়ে ঐ জীবন সাথি,, অভিশাপ দেবনা হও তুমি সুখি..!!

ভালবাসার মানুষের দেওয়া সব কষ্টই মেনে নেয়া যায়,, শুধু মেনে নেয়া যায়না তার চলে যাওয়া কষ্টটা..!!

মানুষের জীবনে এত চাওয়া কেনো? চাওয়াটা কেনো সাধ্যের মধ্যে থাকেনা?

আমি রাতকে ভালবাসিনা,, তবুও আমি প্রতিরাত জেগে খাকি.. তোমার দেয়া কষ্টে ঘুম আসেনা বলে..!!

যদি ভুলে আমায় পড়ে গো মনে,
ভেবে নিও পাশে আছি প্রতিটি খনে,
দুর থেকে কামনা করি,,
সুখে থেকো নিয়ে ঐ জীবন সাথি,,
অভিশাপ দেবনা হও তুমি সুখি…

মানুষের জীবনে এত চাওয়া কেনো?
চাওয়াটা কেনো সাধ্যের মধ্যে থাকেনা?

আরও পড়ুন:

৫০+ জীবনের স্বপ্ন নিয়ে উক্তি

৫০+ প্রকৃতি নিয়ে উক্তি, Caption

ভগবান শ্রীকৃষ্ণের বাণী (100+ Radha Krishna Quotes)

100+ Best চোখ নিয়ে উক্তি

60+ কবি জীবনানন্দ দাশের উক্তি

Nari Shakti Quotes in Bengali

Saree Quotes in Bengali (শাড়ি নিয়ে Caption)

উপসংহার:


তো বন্ধুরা, আপনার 100+ ব্রেকআপ স্ট্যাটাস বাংলা (Breakup Sad Status Bengali) কেমন লাগলো, কমেন্ট করে আমাদের জানান। আপনার একটি কমেন্ট আমাদের আরও উৎসাহিত করবে এই রকমের পোস্ট Publish করার জন্য।

আপনিও যদি এই রকমের Breakup Status in Bengali for Girlfriend, Boyfriend; Bangla Breakup SMS, Breakup Sad Status Bangla for WhatsApp, Facebook জানেন, তাহলে Comment Box এ আমাদের সাথে Share করতে পারেন।

অবশেষে, আমি বলবো যে যদি Quotes গুলি আপনার ভালো লেগে থাকে, তাহলে আপনি এগুলো প্রিয়জনের সাথে এবং বন্ধুদের সাথে অবশ্যই Share করবেন।

ধন্যবাদ।

Leave a Comment