নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের এই নতুন পোস্ট টি তে আমরা আপনাদের সাথে কিছু Emotional Quotes in Bengali, Bengali Emotional Status, Bangla Emotional Quotes, Bangla Emotional Caption, Emotional Post Bangla, Sad ইমোশনাল স্ট্যাটাস, হার্ট টাচিং স্ট্যাটাস বাংলা, রোমান্টিক ইমোশনাল স্ট্যাটাস, ইমোশনাল ফেসবুক ক্যাপশন শেয়ার করতে চলেছি। আশা করি আপনার ভালো লাগবে।
Must Read: New Breakup Status in Bengali (Sad Love SMS)
Must Read: স্বার্থপরতা নিয়ে উক্তি (Selfish Friends Quotes in Bengali)
Table of Contents
Emotional Quotes in Bengali (রোমান্টিক ইমোশনাল স্ট্যাটাস, মেসেজ, ক্যাপশন)
হয়তো তুমি ও বাসবে ভালো, কিন্ত আমি থাকবো না শান্ত হয়ে ঘুমিয়ে যাবো, আর কোনদিন জাগবো না ভালোবাসার অজুহাতে, তোমায় কাছে ডাকবো না আর কোনোদিন তোমার পথে, দাঁডিয়ে আমি থাকবো না।
শপনো ছিলো রাশি রাশি মিত্যা ভালোবাসা। তাইতো জানি তোমার জন্য চোখের জলে বাসা এতো ভালোবাসি তোরে বাসলিনা কেন বল।
বেদনা মধুর হয়ে যায়, যদি তুমি দাও…….।মুখের কথাই হয় যে গান, যদি তুমি গাও…….!
বাঁধিনি হৃদয় পিঞ্জরে রেখেছি মুক্ত করে।যাবি যদি দূরেই পাখি, যা রে উড়ে করবোনা মানা তোরে..।
সৃষ্টি হবে অন্যরকম গল্প আজ, আলোর নিচে সাজাবো আমি, অন্ধকারের সাজ দেখে আবার আসেনা যেনো, তোমার চোখের পানি। হটাৎ করে দেখবে তুমি, হারিয়ে গেছি আমি।
না চাইতে যা পাওয়া যায়,তা সব সময় মূল্যহীন।
তেমনি করে আমিও তোমার জীবনে মূল্যহীন।কারন,
তুমি তো চাওনি আমাকে।কিন্তু আমি চেয়েছি তোমাকে।
আমার জীবনঅাত্মার গভীর প্রেম হয়তো তোমাকে পাওয়ার বাসনা করে ছিলো।
তাই তুমি কখনো আমার জীবনে মূল্যহীন নও।
সুখের আকাশটা আজ,রাতের মতো কালো। সাজানো স্বপ্ন গুলো হয়ে গেছে এলোমেলো।
অসহ্য যন্ত্রণা হচ্ছে,,, আমার চোখের দিকে তাকিয়ে দেখ…? যন্ত্রণা গুলো কেমন মুক্ত ভাবে ঝরে পরছে। আমি কাঁদছি – তুমি এটাই ভাবছো তো,,,? না, না, আমি কাঁদছিনা; কাঁদলে নোনা জল বের হতো। আমার চোখে যে বর্ষণ তুমি দেখছ, তার স্বাদ নোনা নয়; তিক্ততা। আর বর্ণহীনও নয়; একটু নীলাভ। যন্ত্রণা গুলো আমার মাঝে আর থাকতে চায় না। এ গুলো তো তোমারই দেওয়া,,, তাই তোমার কাছেই ফিরে যেতে চায় !!! পারবে কি এ গুলো গ্রহন করতে,,,??? প্রশ্নটা তোমার কাছে,,, উত্তরটা না হয় তোমারই কাছে থাকুক।
সাঁঝের বেলায় বসে আছি বৃষ্টির অপেক্ষায়।
মেঘ করেছে বৃষ্টি হবে এটাই আশা,
আর এরই মধ্যে বেঁচে আছে কিছু ভালোবাসা।
তাই শুধুই বসে বসে অপেক্ষা করা।
Also Read: Best ডিপ্রেশন ফেসবুক স্ট্যাটাস, ক্যাপশন, Quotes বাংলা (Depression)
Sad Love Emotional Bangla Status (ইমোশনাল স্ট্যাটাস বাংলা)
তুমি তো আমার অহর্নিশ ভালবাসা ছিলে,
তোমার কাছে আমি দূর আকাশের তারা চাইনি,
চাঁদ চাইনি; চাইনি আকাশের নীলটুকু।
আমি জানি, তুমি তা আনতে পারবেনা।
চাইনি কোন দামী গিফ্ট কারন প্রয়োজন ছিলনা আমার ওসবের
চেয়েছিলাম তোমার একটু ভালবাসা যা তোমার অবহেলার চাইতে অনেক কম।
আমি তুষ্ট হতাম অতো টুকুতেই কিন্তুু তুমি বুঝতে পারোনি আমাকে কারন মন থেকে অ্যাকসেপ্ট করোনি কখনও এই আমাকে।
একফোটা চোখের জল ঝরার চেয়ে এক ফোটা রক্ত ঝরা অনেক ভালো। কারন,এক ফোটা রক্ত বের হতে হালকা ব্যথা লাগে আর এক ফোটা চোখের জল পুরো হৃদয় ছিড়ে বের হয়।
মিথ্যে অভিনয় আর কত???
এ বার বদলে ফেলো নিজেকে।
আজ পরাজয় মেনে নিয়ে বলছি আমি,
জয়ের নিশান কিন্তু আমিই পেয়েছি কারন,n মিথ্যে হলেও তো বলেছিলে তুমি ভালোবাসতে মোরে পৃথিবীর সবচেয়ে বেশী।
কালের খেয়ায় স্বপ্ন দিচ্ছে পারি দুঃখের নীল অস্তরাগে।তোমায় ভালোবেসে কন্ঠস্বর বেদনার ঝড় হয়ে আসে।অবিশ্বাসের মেঘে মোর কান্নাভেজা মুখ খানি ভাসে।মোর জীবন যেন বিদায় নেয় তোমার মৃত্যুর আগে।
আমার হৃদয় গহীনে তোমায় পেয়েছি কি সাধনে তুমি আমার কত যে আপন, বুঝাবো তা কেমনে।এই জীবনে হারাবার নেইতো কিছু আর, হারালো এই মন তোমাতে সুখের ঠিকানা নেই অজানা তুমি রয়েছো এ সাথে তুমি এলে রাঙালে মন দুচোখে জ্বেলে দিলে রঙিন স্বপন আড়ালে…হারালো যত বিস্বাদের ক্ষণ।
সত্যি কি তুমি আমাকে ভালোবাসো,
না কি এটা শুধুই ভালোবাসা নামক অভিনয়।
যদি তাই হয় তাহলে আমাকে আর জরিয় না তোমার জীবন নামক গোল চক্রে।
যতই জটিল হবে তোমার অভিনয় ততই কষ্ট বাড়বে আমার।হয়ত কোন একদিন ক্ষমা করে দিব আমি তোমাকে, কিন্তু তুমি কি পারবে নিজেকে ক্ষমা করতে।হয়ত পারবে না,
তাই বলছি ভালোবাসার নামে অভিনয় করো না।তুমি কি আজো অভিনয় করছ ?
আসবি তুই কবে ? পাগলি তুই ফিরে।
যদি কখনো আসিস ফিরে, রাখব তোকে অনেক সুখে।
তুই সুখে থাকবি, আর আমায় ভালোবাসবি।পাগলিতুই ফিরে_আয়।
আমার যদি একটা পৃথিবী থাকত তাহলে সেখানে যেয়ে চিৎকার করে কাঁদতাম,
কেন যানো? তুমার দেওয়া স্মৃতি এত যন্রনা দেয় আমাকে যা সহিবার মত শক্তিআমার মাঝে নেই।
কাঁদবে কি তখন ? চির নিদ্রায় ঘুমাবো যখন..
মনে রাখবে কি তখন ? না ফেরার দেশে চলে যাবো যখন..
ডাকবে কি তখন ?? তোমার ডাকে সাড়া দিবনা যখন..।
Also Read: Self Love Quotes in Bengali (নিজেকে ভালোবাসা নিয়ে উক্তি)
Emotional Caption Bangla for fb (ইমোশনাল ফেসবুক ক্যাপশন)
অতঃপর তুমি একটা চিঠি লিখেছিলাম, তোমার উদ্দেশ্যে। ছোট্ট সাদা কাগজে, কিছু হিবিজিবি লেখা, ১৫ টাকার জেলপেন দিয়ে। কুচকুচে গাঢ় কালো রং, অস্পষ্ট কিছু বর্নমালার আড়ম্বর। ভাজ করে তুলে রেখেছি ঠিকানা নেই জানা, পোস্ট করব কোথায়? তুমি পাবেই বা কিভাবে? আধুনিকতার এই যুগে, ইমেইল,মেসেজিং আর চ্যাটিং এর কাছে, আমার চিঠি হয়ত কিছুই না। শুধু বোকার মতো পাগলামি!
অতিরিক্ত মন খারাপ হলে মানুষ একেবারে নীরব নিথর হয়ে যায়… একা থাকতে ভালোবাসে। কারণ তখন তার সমস্যাকে নিজের মত করে কেউ দেখে না কিংবা মূল্যায়ন করে না। তাই মন খারাপের বেলায় একাকীত্বই হয় মানুষের একমাত্র সঙ্গী।
অতীতটা স্মৃতি রোমন্থন করার জন্যে নিশ্চই খুব ভালো..কিন্তু অতীতের গর্ভে থাকার মানে বর্তমানকে অস্বীকার করা… বর্তমান কে অস্বীকার করে কেউ কোনদিন জীবনে সফল হতে পারে না…
অনেক কষ্ট পেয়ে আমি আজ যা বুঝেছি তা হল, কাউকে প্রয়োজনের চেয়ে বেশি মূল্য দিয়েছিলাম বলেই আজ আমি এত মূল্যহীন হয়ে পড়েছি…
অনেক দিন পর তোমাকে দেখলাম_ তোমাকে দেখে থমকে দাঁড়িয়ে ছিলাম আমি খুব কষ্টে নিজেকে সামলে নিলাম যখন তুমি আমাকে দেখে না দেখার ভান করলে তখন আমার দারুন লেগেছে _ তোমাকে সেই অনূভুতির কথা বলে বোঝাতে পারবো না…
অন্য আকাশে উড়ে দেখিস সুখটা কাকে বলে…. ক্লান্ত হলে ফিরে আসিস আমার চেনা ঘরে… কখনো যদি চোখের পাতা ভিজে যায় জলে… বুঝতে পারবি পাঁজর ভাঙ্গার কষ্ট কাকে বলে…
সবার জীবনেই তো প্রেম আসে। কেউ হয়তো ভালোবাসার মানুষটিকে নিয়ে স্বপ্ন দেখে জীবন কাটিয়ে দেয়। আবার কেউ কেউ বাস্তব জীবনেই ভালোবাসার মানুষটির উপস্থিতি উপভোগ করার সৌভাগ্য অর্জন করে !!!!!
জানিনা এই অবুজ হৃদয় কার অপেক্ষাই আছে…….. জানিনা এই সরল মনে কার জায়গা হবে……… শুধু জানি হৃদয়ের ঘরে যাকে রাখব……… সারা জীবন তাকেই ভালবাসবো !!!!
ভুল তোমার ও ছিলো, সেটা তুমি বুঝনি, রাগ আমার ও ছিলো, কিন্তু আমি দেখাইনি. ভুলে আমি ও যেতে পারতাম, কিন্তু চেষ্টা করিনি, কারন আমি তো ভুলার জন্য তোমায় ভালোবাসিনি।
Also Read: 120+ Top হাসি নিয়ে উক্তি, ক্যাপশন – Smile Quotes in Bengali
Emotional Status Bengali (Sad ইমোশনাল স্ট্যাটাস, ক্যাপশন)
মন চায়, বিন্দু বিন্দু সুখের জলকণা দিয়ে, তোমায় ভিজিয়ে দিতে, আর তোমার কষ্টের পাথরগুলো শান্ত নদীতে ফেলে দিতে মন চায়, অবিরাম বৃষ্টির পথ ধরে হাটতে হাটতে, হারিয়ে যাই অজানা কোনো দেশে আর সেখানে নতুন ভুবন গড়ে তুলতে মন চায় ।শেষ জীবনের অন্তিম কালে পাশে থাকবে তুমি, আমার পানে চেয়ে।
জীবনের শুরুতে কষ্টের সূচনা,হাজারো ব্যাথা নিয়ে আমার রচনা,যন্ত্রনার অন্ধ ঘরে নির্মম এক পরিহাস.চোখের জল আর বেদনা নিয়ে আমার জীবনের ইতিহাস।
তুমি একদিন আমার মত কষ্ট পাবে তুমিও আমার মত চোখের জল ফেলবে আর তুমি আমার কথা ভাববে কবে জানো? যে দিন তুমি আমার মত সত্যি ভালোবাসবে।
আজ স্মৃতির পাতা উল্টে দেখলাম কত মানুষ জীবন থেকে হারিয়ে গেছে।কত চেনা মানুষ , অচেনা হয়ে গেছে হয়তো কোন এক দিন ,আমিও অচেনা হয়ে যাবো এই পৃথিবী থেকে !!
জানি ফিরবেনা এই মনের নিড়ে তবুও অপেক্ষায় থাকবো সারা জীবন ধরে ।
খাচার পাখি উরে গেলে যেমন আসে না আর ফিরে| সুখ হাড়ীয়ে গেলে তেমন আসেনা আর ঘুরে|র্ুখ যেন এক উরন্ত পাখি বাসা বাঁধেনা জীবন থেকে চলে গেলে ফির আসেনা | দুঃখ যেন পোষা পাখি পিছন ছারেনা।
আবার ফিরে আসো অন্তত এক ঘন্টার জন্য…।নয়তো এক মিনিটের জন্য…অন্তত একটা মুহূর্তের জন্য…।বলবো না পাশে থাকতে ।বলবো না আর একটি বার নতুন করে ভালোবাসতে…।শুধু বলবো, তোমার দেয়া স্মৃতি গুলো নিয়ে যাও ।
মিতু আজ অনেক বদলে গেছি আমি । সত্যি বলছি এখন আর তোমাকে ভালবাসিনা, তোমাকে ভেবে মিছে মিছি আর কাঁদিনা। তুমিই যখন আমাকে ভালোবাসোনা তখন কেনো তোমার জন্য অশ্রু ঝড়াবো দুনয়ন হতে। সত্যি বলছি ভালবাসবো এখন শুধু আমাকে, যতো কবিতা লিখেছিলাম তোমার জন্য সব ছিড়ে ফেলেছি ডায়রীর পাতা হতে। এখন তোমার জন্য রাত জেগে আর কবিতা লিখিনা, এখন আমি রাত জাগি কষ্ট ভোলার সুত্র নিয়ে। ভালবাসার দাবি নিয়ে কখোনোও ছুটবোনা আর তোমার পিছু ধরে। শুধু দোয়া করো তোমাকে যেনো ভুলে থাকতে পারি ।
বদলে গেছে অনেক কিছু, কিন্তু আমি আছি সেই আগেরই মতো। একটু কমেনি তোমার প্রতি আমার ভালোবাসা । সারা জীবন ভালোবেসে যাবো তোমায়।আমার পৃথিবীর বিরাট প্রান্তর তুমি। আমার কথা কি একটুও মনে পড়েনা তোমার ? জানি তোমারও মনে পড়ে । তবে কেনো থাকো দুরে।আগের মত কেউ আর কোন কাজে এখন জোড় করেনা । কারো মেসেজ দেখার জন্য এখন আর ভোরে ঘুম ভাংগে না।কেটে যায় দিন এখন একাকি । হারিয়ে ফেলেছি তোমাকে, তার থেকে বেশি হারিয়ে ফেলেছি নিজেকে।অনুভূতি গুলো শেয়ার করার মতো কেউ নেই।তোমার হাসিটা দেখবো বলে আজও আশায় আছি । এখোনো তোমার ফিরে আশার দিন গুনি,, যদি কখোনোও তুমি ফিরে অাসো ।
Also Read: Best 100+ অবহেলা নিয়ে উক্তি, স্ট্যাটাস, ক্যাপশন, কবিতা, SMS
Bengali Emotional Status, Quotation (হার্ট টাচিং স্ট্যাটাস বাংলা)
সত্যিকারে ভালবাসা যা,
সে অতি অপমান’’আঘাত করলে..
হাজার ব্যাথা দিলেও তাকে ভোলা যায় না….
তুমি যদি বাসো ভালো,,
চাঁদের মতো দেব আলো,,
যদি আমায় ভাবো আপন,,
হব তোমার মনের মতন,,
নদী যেমন দেয় মোহনা,,
তোমার ই আমি তোমার উপমা,,
যার রাগ বেশি সে নিরবে অনেক
ভালোবাসতে জানে,
যে নিরবে ভালোবাসতে জানে তার
ভালোবাসার গভীরতা বেশি,
আর যার ভালোবাসার গভীরতা বেশি
তার কষ্টও অনেক বেশি।
কখনোও কী লিখেছো স্বপ্নের কবিতা হৃদয়ে,
ভালবাসার শ্রাবন নামবে মনের আকাশ ছুঁয়ে।
এক আকাশে উড়বো দুজনে স্বপ্নের ডানা মেলে॥
করবো তোমায় আলোকিত সুখের প্রদীপ
জ্বেলে, চাওয়া পাওয়ার স্বপ্নে॥
দুর নিলিমায় রয়েছি তোমার পাশে।
খুজে দেখ আমায় পাবে হ্রিদয়ের কাছে।
শুনাব না কোন গল্প, গাইব শুধু গান।
যে গানে খুজে পাবে ভালবাসার টান।
মানুষের জীবনে চাওয়ার শেষ নেই,
স্বপ্নের সমাপ্তি নেই, আকুলতার অন্তি নেই ,
আমার চাওয়া তুমি, স্বপ্ন তুমি ,
আমার সব আকুলতা শুধু তোমার মাঝে
আমার জীবন শুধু তোমাকে ঘিরে॥
যে মানুষ হাজার কষ্টের মাঝেও
তার প্রিয় মানুষ টিকে মনে রাখে।
সে সত্যিকার অর্থে ঐ প্রিয় মানুষ টিকে ভালবাসে।
সে তাকে কখনো ভুলতে পারে না।
হতে পার তুমি মন থেকে দুরে
তথাপি রয়েছো মোর নয়ন পুরে॥
হয়তো তুমি নেই এই হৃদয়ে
তবুও রয়েছো পরশেরই ভিতরে।
কারণ ভালবাসি শুধুই তোমারে॥
প্রেম তুমি বরই কঠিন
প্রেমে না পরলে বুঝা যায় না।
প্রেম তুমি বরই কঠিন
প্রেমে না পরলে জীবনকে
অনুভব করা যায় না ।
Emotional Love Quotes in Bengali for Facebook, WhatsApp
নেই কোন কল্পনা আজ তোমায় নিয়ে, নেই কোন প্রার্থনা আজ তোমায় চেয়ে, নেই কোন কামনা তোমায় সাজিয়ে, নেই কোন প্রেরণা তুমি কোথায় হারিয়ে…….!!!
জীবন কারো জন্য থেমে থাকে না,
কিন্তু মনটা মাঝে মাঝে থেমে যায়,
প্রিয় মানুষটার জন্যে …
মাঝে মাঝেই এক সমুদ্র কষ্ট আসে, কষ্ট পাওয়া স্মৃতি গুলো চোখে ভাসে, বিষাক্ত ছোবল মারে মনের ক্যানভাসে। তবুও মানুষ কষ্টকে কেন ভালোবাসে ?
ভালবাসা বুকের ভিতর হয়েছে নিঃশ্বাস,
তোমার প্রেমে বেঁচে আছি এই তো বিশ্বাস ।
জান, আমার জান, তুমি আমার প্রাণের মাঝে প্রাণ ।
খুব নিশিতে কষ্ট হলে , মাথা রেখ চাঁদের কোলে ,
তবুও যদি কষ্ট থাকে চোখ রেখ আমার চোখে ।
কষ্ট রেখোনা বুকের মাঝে পাঠিয়ে দিও আমার কাছে ।
মনেতে আকাশ হয়ে রয়েছো ছড়িয়ে,
বলনা কোথায় রাখি তোমায় লুকিয়ে।
থাকি যে বিভোর হয়ে শয়নে স্বপনে॥
যেও না হৃদয় থেকে দূরে হারিয়ে,
আমি যে ভালবাসি শুধু-ই তোমাকে॥
যদি কখন আমি হারিয়ে যাই ঐ দূর তারার দেশে,
তুমি কী তখনও খুজবে আমায় হাত বাড়িয়ে ভালবেসে…?
যদি কোন দিন নিভে যায় আমার আশার প্রদীপ,
তুমি কী তখন জ্বালাবে আলোর দ্বীপ.?
যদি কখন আমি হারিয়ে যাই দূর দিগন্তে,
তখনও কী আমি থাকবো তোমার মনের সীমান্তে.?
‘ব্রেক আপ’ অনেকটা একটা ভাঙা আয়নার মতন… যে ভাঙা আয়নাটাকে ভাঙা অবস্থাতেই থাকতে দেওয়া ভালো..কারণ সেটাকে জুড়তে গেলে হাত কেটে যাওয়ার প্রবল সম্ভাবনা…
ভালোবাসা তার জন্য যে ভালোবাসতে জানে .. মন তাকে দেওয়া যায়,
যে অনুভব করতে জানে !.. বিশ্বাস তাকে কর, যে রাখতে জানে ..
আর ভালোবাস তাকে, যে ভালোবাসা দিতে জানে..
মানুষ তখন কাঁদে, যখন মনের সাথে যুদ্ধ করে হেরে যায়। যখন আপন পর হয়, স্বপ্ন ভেঙ্গে যায়, তখন বুকের চাপা কষ্ট গুলি চোখ্ দিয়ে অস্রু হয়ে ঝরে…
আরও পড়ুন:
Sad Love Quotes That Make You Cry
Death Quotes in Bengali (মৃত্যু নিয়ে উক্তি)
শেষের কবিতা – Shesher Kobita Quotes
সূর্যাস্ত নিয়ে উক্তি, Caption
উপসংহার:
তো বন্ধুরা, আপনার 50+ ইমোশনাল স্ট্যাটাস বাংলা (Sad Love Emotional Quotes in Bengali) কেমন লাগলো, কমেন্ট করে আমাদের জানান। আপনার একটি কমেন্ট আমাদের আরও উৎসাহিত করবে এই রকমের পোস্ট Publish করার জন্য।
আপনিও যদি এই রকমের Bengali Emotional Status, Bangla Emotional Quotes, Bangla Emotional Caption, Emotional Post Bangla, Sad ইমোশনাল স্ট্যাটাস, হার্ট টাচিং স্ট্যাটাস বাংলা, রোমান্টিক ইমোশনাল স্ট্যাটাস for WhatsApp, Facebook জানেন, তাহলে Comment Box এ আমাদের সাথে Share করতে পারেন।
অবশেষে, আমি বলবো যে যদি Quotes গুলি আপনার ভালো লেগে থাকে, তাহলে আপনি এগুলো প্রিয়জনের সাথে এবং বন্ধুদের সাথে অবশ্যই Share করবেন।
ধন্যবাদ।