Top 85 Sad Death Quotes in Bengali (মৃত্যু নিয়ে উক্তি, Status)

Death Quotes in Bengali: মৃত্যু হল মানুষের জীবনের একটি সবথেকে কঠিন বাস্তব যা অবধারিত, কিন্তু মেনে নেওয়া খুব কষ্টসাধ্য। মৃত্যু জীবনের চিরসত্য। আমরা আমাদের দৈনন্দিন আলোচনা থেকে মৃত্যুকে সরিয়ে রাখার চেষ্টা করি। কিন্তু, অবশেষে আমাদের মেনে নিতেই হয়।

বন্ধুরা, আজকের এই পোস্ট টি তে আমরা Death Quotes in Bengali, Quotes on Death in Bengali, Sad Death Quotes in Bengali, Death Anniversary Quotes in Bengali Facebook, Instagram, WhatsApp শেয়ার করতে চলেছি।

আশা করি, মৃত্যু নিয়ে রবীন্দ্রনাথের উক্তি, মৃত্যু নিয়ে ইসলামিক উক্তি, মৃত্যু নিয়ে সমবেদনা, প্রিয় মানুষের মৃত্যু নিয়ে স্ট্যাটাস, বন্ধুর মৃত্যু নিয়ে উক্তি, মৃত্যু নিয়ে ইসলামিক স্ট্যাটাস, মৃত্যু নিয়ে আবেগঘন স্ট্যাটাস, মৃত্যু status bangla & Captions গুলি আপনার অবশ্যই ভালো লাগবে। পোস্ট টি অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন।

চলুন শুরু করা যাক।

Must Read:

100+ New Breakup Status in Bengali

Emotional Quotes in Bengali

Death Quotes in Bengali (মৃত্যু নিয়ে উক্তি, Status)

  • জীবন আর মৃত্যু আলাদা নয়। সব নদী একদিন সমুদ্রে গিয়ে মেশে।
  • সে-ই প্রকৃত মানুষ যে ভয় পায় তার অন্তরের মৃত্যুকে , শরীরের মৃত্যুকে নয়।
  • মৃত্যু যতটা না ক্ষতিকারক তার চেয়ে বেশি ক্ষতিকর হলো মৃত্যুভয়।
  • মানবদেহ মরণশীল ;কিন্তু আত্মা অবিনশ্বর ।
  • যাঁদের মন স্থির, মৃত্যু তাঁদের কাছে আরও একটা রোমাঞ্চকর অভিযান।
  • কিছু মানুষের মৃত্যু কারো পুরো পৃথিবীকে শুন্য বানিয়ে দিতে যথেষ্ট।
  • মৃত্যুর সবচেয়ে ভাল দিক হল, এটা একবারই হয়! তাই জীবন এত সুন্দর লাগে।
  • মৃত্যু জীবনের বিপরীত নয়, এটা জীবনের একটি অংশ।
  • যে মরতে ভয় পায় সে নয়, যে বাঁচতে ভয় পায় সে ভিতু।
  • ভীরুরা মরার আগে মরে বার বার, সাহসীরা মৃত্যুর স্বাদ গ্রহন করে একবার ।

11. আমাদের এই জীবন দান করেছেন স্বয়ং ঈশ্বর।তিনিই তোমাদের মৃত্যু ঘটাবেন। আবার তিনিই আমাদের পুনরুত্থিত করবেন।

12. মৃত্যুই প্রত্যেকটি মানুষের একমাত্র গন্তব্য । কেউ কখনো এটা থেকে পালাতে পারে নি ।

13. মৃত্যুই সম্ভবত জীবনের অন্যতম বৃহৎ আবিষ্কার।কিছু সম্পর্কের মৃত্যু হয় না,
তারা বেঁচে থাকে মনের গভীর অন্তরালে; আজীবন।

14. আমরা সবাই একদিন মারা যাব। চেষ্টা করতে হবে বেঁচে থাকাকালীন এমন কিছু করার যাতে মরার পরেও সবাই মনে রাখে।

15. ভালো একটি জীবনের অধিকারী হতে হলে কখনো ভোলা উচিত নয় যে আপনি একদিন মৃত্যুবরণ করবেন।

16. “বিবাহ এবং মৃত্যু-এই দুই বিশেষ দিনে লতা পাতা আত্মীয়দের দেখা যায়। সামাজিক মেলা মেশা হয়। আন্তরিক আলাপ হয়।”

Also Read: Best ডিপ্রেশন ফেসবুক স্ট্যাটাস, ক্যাপশন, Quotes বাংলা

মৃত্যু Status Bangla, আবেগঘন স্ট্যাটাস, সমবেদনা

17. ” মৃত্যুকে ভয় ভাব কেন ? জীবনের সবচেয়ে সুন্দর দুঃসাহসিক ঘটনাইত হচ্ছে মৃত্যু । – চার্লস ফ্ৰোহম্যান”

18. ” জীবনাবর্তে ঘূর্ণায়মান উচ্চ নিচ , ধনী দরিদ্র , সবল দুর্বল সকলেই পরিণামে একই ধুলায় পর্যবসিত হবে । – সেক্সপিয়ার “

19. প্রিয়জনের অকাল মৃত্যুর বেদনা মৃত্যুসম ই প্রতীত হয়।

20. “মৃত্যু হচ্ছে একটা শ্বাশত ব্যাপার।একে অস্বীকার করার কোনো উপায় নেই। আমরা যে বে্ঁচে আছি এটাই একটা মিরাকল।”

21. তাসের দেশে ঘর বেঁধেছি জলছবি রং কাঁচে,
মৃত্যু? সে তো আকস্মিকেই বাঁচে ।

22. “মৃত্যু ভয় বুদ্ধিমত্তার লক্ষ্মণ। শুধু নির্বোধদেরই মৃত্যু ভয় থাকে না।”

23. জন্মভূমির স্বার্থে মৃত্যুবরণ করা অতি গৌরবের।

24. একটি মানুষ না মৱা পর্যন্ত পরিপূর্ণভাবে জন্মলাভ করে না । – ফ্রাঙ্কলিন

25. ” মৃত্যুর মতাে সত্য নেই , আশার মতাে মিথ্যা নেই । -হযরত আলী

26. ” মৃত্যুর চেয়ে মৃত্যুভয় বেশি ক্ষতিকর । – রবার্ট হেরিক ।”

27. “পুরুষের মতো বাঁচতে যদি মরতে হয় তবে মরে কী ক্ষতি?”

28. জীবনের ভীতি থেকেই মানুষের মধ্যে মৃত্যুভয়ের সৃষ্টি হয়। একজন মানুষ যে প্রাণভরে বাঁচতে পারে; মৃত্যুকে বরণ করতে সে কুণ্ঠাবোধ করে না ।

29. “মৃতদের আশ্রয় নেওয়া মৃত্যু নিজেই, এবং কেবল জীবনের সমস্ত ঝুঁকি নিয়েই বেঁচে থাকা জীবনযাপন।”

30. তোমার চোখে আমি আমার মরন দেখেছি
তবু বুঝতে পারিনা ,সরে যেতে পারিনা
আগুন জেনেও আমি সে আগুনে পুড়ে মরেছি।

31. “মৃত্যুর ঝর্ণা স্থির করে তোলে জীবনের জলকে।”

32. মৃত্যু ধীরগতিতে আসুক অথবা দ্রুত গতিতেই আসুক অবশেষে সে আসবেই । – জন মারসটন ।

33. ” মৃত্যুর ডাক আর কিছুই নহে , বাসা বদলের ডাক । জীবনকে কোনাে মতেই সে কোনাে সনাতন প্রাচীরের মধ্যে বন্ধ হইয়া থাকিতে দিবে না । জীবনকে সেই জীবনের পথে অগ্রসর কলিৰে বলিয়াই মৃত্যু । – রবীন্দ্রনাথ ঠাকুর “

Also Read: Self Love Quotes in Bengali (নিজেকে ভালোবাসা নিয়ে উক্তি)

Death Quotes in Bengali (মৃত্যু নিয়ে উক্তি, Status)

Sad Death Quotes in Bengali (মৃত্যু নিয়ে উক্তি)

34. আছে দুঃখ, আছে মৃত্যু, বিরহদহন লাগে।
তবুও শান্তি, তবু আনন্দ, তবু অনন্ত জাগে ॥
তবু প্রাণ নিত্যধারা,হাসে সূর্য চন্দ্র তারা,
বসন্ত নিকুঞ্জে আসে বিচিত্র রাগে ॥

35. “সর্বোপরি, আমরা যখন পৃথিবীতে এসেছি তখন আমরা আমাদের সাথে কিছুই আনি নি, এবং যখন আমরা এটি ছেড়ে যাই আমাদের সাথে কিছুই নিতে পারি না।”

36. সাধের এই দেহটাও
এক মুঠো সাদা ছাই হবে,
সবি তো পিছে পড়ে রবে।
চুকে যাবে সময়ের
যত কিছু হিসেব নিকেশ,
চিতাতেই সব শেষ।

37. “কারও পক্ষে গর্বের সাথে মৃত্যুবরণ করা উচিত যখন গর্বের সাথে বাঁচা আর সম্ভব হয় না।” – ফ্রিডরিচ নিটশে

38. ” মূত্যুটা জন্মানাের মতােই স্বাভাবিক । – বেকন “

39. ভালাে লােক কখনই মরে না । – ক্যালিমাচাস ” ।

40. ” মৃত্যুর দরজা সবসময় খােলা থাকে , বন্ধ করার কোনাে ব্যবস্থা নেই । – দানিয়েল ডেফো “

41. সন্ধে নামছে তখন তোমার মুখে,
আকাশে দূরের তারা চেনাচ্ছ তুমি…
আমরা দেখছি আগুনের বন্ধুকে।
জীবন ধ্রুবক। মৃত্যুই মরসুমি।

42. “সুসংহত মনের জন্য মৃত্যু হল পরবর্তী পর্বের দু:সাহসিক কাজ।” – যে.কে.রাউলিং

43. “যে বুদ্ধিমানভাবে জীবনযাপন করে তার মৃত্যুকে ভয় করা উচিত নয়।” – বুদ্ধ

44. কাঁদবে কি তখন ? চির নিদ্রায় ঘুমাবো যখন, মনে রাখবে কি তখন ? না ফেরার দেশে চলে যাবো যখন,, ।ডাকবে কি তখন ?তোমার ডাকে সাড়া দিবনা যখন।।

45. ” মৃত্যু ছােট একটি শব্দ কিন্তু মৃত্যুকে জয় করার জন্য এমন কিছু কাজ করে যেতে হয় , যার মূল্য অপরিসীম । “

46. ” অসীমের দরজা খােলার স্বর্ণ চাবি হচ্ছে মৃত্যু ।”

47. মরিতে না হইলে , বাচিয়া থাকিবার কোনাে মর্যাদাই থাকিত না । -রবীন্দ্রনাথ ঠাকুর

Also Read: স্বার্থপরতা নিয়ে উক্তি (Selfish Friends Quotes in Bengali)

Quotes on Death in Bengali (Status & Caption)

48. মৃত্যু কি সহজ, কি নিঃশব্দে আসে অথচ মানুষ চিরকালই জীবন নিয়ে গর্ব করে যায় ।
— সমরেশ মজুমদার

49. মৃত্যুর পরেও যে জিনিস মানুষের মনে
অম্লান হয়ে থাকে সেটা হল তার ব্যাবহার”। — এডওয়ার্ড জন

50. মৃত্যু যতটা না ক্ষতিকর তার চেয়ে বেশি ক্ষতিকর হলো এর ভয়। — রবার্ট হেরিক

51. মৃত্যুকে ভয় কেন পাও জীবনের দুঃসাহসিক অভিজানগুলোর একটা তো হলো মৃত্যু। — চার্লস ফ্রোহম্যান

52. মৃত্যু হলো অনন্ত পথ যাত্রার প্রথম ধাপ। — আল-হাদীস

53. ” মানুষের ভাগ্য , মানুষের ভবিষ্যত আর মানুষের সভ্যতায় রূপান্তর সবকিছু নির্ভর করছে মৃত্যুকে আয়ত্তে আনার উপর । – আবুল ফজল “

54. ” মৃত্যু অবশ্যম্ভাবী । তাই শেষ বিন্দু পর্যন্ত জীবনকে উপভােগ কর । – মােরাভিয়া ” ।

55. ” কাপুরুষেরাই মৃত্যুকে ভয় পায় । – পিটার পলওয়েল “

56. ভীতুরা মরার আগে হাজার বার মরে। আর সাহসীরা একবারই মরে। — উইলিয়াম শেক্সপিয়ার

57. মৃত্যু একটি জীবনকে ধ্বংস করতে পারে একটি সম্পর্ককে নয়। — মিচ আলবম

58. ‘ গর্বের সাথে মৃত্যুবরণ করা উচিত যখন গর্বের সাথে বাঁচা আর সম্ভব হয় না।’ – ফ্রিডরিচ নিটশে

59. ‘ওহে মৃত্যু! তুমি মােরে কি দেখাও ভয়, ও ভয়ে কম্পিত নয় আমার হৃদয়’- কৃষ্ণচন্দ্র মজুমদার ”

60. যারা ধর্ম পরিবর্তন করে তাদের মৃত্যুদণ্ডের সম্মুখীন হওয়া উচিত… — জাকির নায়েক

61. আমি মনে করি, মৃত্যু হচ্ছে জীবনের সবচেয়ে অসাধারণ উদ্ভাবন । এটি জীবন থেকে পুরনো ও সেকেলে জিনিস থেকে মুক্ত করে । — স্টিভ জবস

62. তোমার আগে যদি আমার মৃত্যু হয় অথবা আমার আগে তোমার দেহান্তর, তবু যেন আমরা বেদনার সীমানা না বাড়াই কারন বেচে থাকার মত বিপুল আর তো কিছু নেই । — পাবলো নেরুদা

মৃত্যু Status Bangla, আবেগঘন স্ট্যাটাস, সমবেদনা

মৃত্যু নিয়ে রবীন্দ্রনাথের উক্তি (Tagore Quotes on Death in Bengali)

63. মৃত্যুকে যে এড়িয়ে চলে , মৃত্যু তারেই টানে । মৃত্যু যারা বুক পেতে লয় , বাঁচতে তারাই জানে । রবীন্দ্রনাথ ঠাকুর

64. “মৃত্যু মানে আলো নেভানো নয়; এটি কেবল প্রদীপ জ্বালিয়ে দেওয়া, কারণ ভোর হয়েছে।” – রবীন্দ্রনাথ ঠাকুর

65. মৃত্যু একটা প্রকান্ড কালাে কঠিন কষ্টিপাথরের মতাে , ইহারই গায়ে করিয়া সংসারের সমস্ত খাঁটি সােনার পরীক্ষা হইয়া থাকে । – রবীন্দ্রনাথ ঠাকুর

66. মৃত্যুর স্ট্যাম্প জীবনের মুদ্রাকে মূল্য দেয়; এটি সত্যিকারের মূল্যবান যা জীবনের সাথে কেনা সম্ভব করে তোলে। – রবীন্দ্রনাথ ঠাকুর

67. মৃত্যুর ডাক আর কিছুই নহে , বাসা বদলের ডাক । জীবনকে কোনাে মতেই সে কোনাে সনাতন প্রাচীরের মধ্যে বন্ধ হইয়া থাকিতে দিবে না । জীবনকে সেই জীবনের পথে অগ্রসর কলিৰে বলিয়াই মৃত্যু । “- রবীন্দ্রনাথ ঠাকুর

68. “মৃত্যুর ঝর্ণা স্থির করে তোলে জীবনের জলকে।” – রবীন্দ্রনাথ ঠাকুর

69. মরিতে না হইলে , বাচিয়া থাকিবার কোনাে মর্যাদাই থাকিত ।” – রবীন্দ্রনাথ ঠাকুর

70. “মৃতদের আশ্রয় নেওয়া মৃত্যু নিজেই, এবং কেবল জীবনের সমস্ত ঝুঁকি নিয়েই বেঁচে থাকা জীবনযাপন।” – রবীন্দ্রনাথ ঠাকুর

বন্ধুর মৃত্যু নিয়ে উক্তি, স্ট্যাটাস

71. “আপনি যখন এক বন্ধুকে মৃত্যুর কাছে হারান তখন ব্যথা হয়, কিন্তু এর চেও বেশি বেথা হয় যখন আপনি এখনও বেঁচে থাকা কোনও বন্ধুকে হারিয়ে ফেলেন।”

72. “আপনি কি জানেন, আপনি আপনার মৃত্য বন্ধুকে ভালোবাসা বন্ধ করতে পারবেন না, বিশেষত যদি তিনি জীবিত কারও চেয়ে ভাল ছিলেন?

73. “একটি দুর্দান্ত বন্ধু হল লালন করার মতো বিষয়, তারা এই জীবনে আমার পাশে থাকুক বা পরের জীবনে আমার জন্য অপেক্ষা করুক।”

74. “বন্ধুর মৃত্যু একটি অঙ্গ হারানোর সমতুল্য।”

Quotes on Death in Bengali (Status & Caption)

মৃত্যু নিয়ে ইসলামিক উক্তি, স্ট্যাটাস

75. আল্লাহ সুবহানাহু ওয়া তা’আলার রাহমাত বর্ষিত হোক সেই মানুষের উপরে যার মৃত্যু হাজির হয়ে তাকে চমকে দেয়ার আগে থেকেই তিনি কথা কম বলেন, কুরআন অধ্যয়ন করেন, অতীতের সময়ের কথা ভেবে কান্নাকাটি করেন, অবিরত চোখ বুলাতে থাকেন বুখারী ও মুসলিমে এবং আল্লাহর ইবাদাত করেন
— ইমাম আয-যাহাবী (রাহিমাহুল্লাহ)

76. আমার কাছে এটা কোন বিষয় নয় যে, আমি কোথায় মরতে যাচ্ছি এবং কিভাবে যালিমরা আমার মৃত্যুদন্ড দেবে। আমিতো এতেই সন্তুষ্ট যে, আমি আল্লাহর একজন অনুগত বান্দা হিসাবে শাহাদতের পেয়ালা পান করতে যাচ্ছি
— সাইয়েদ কুতুব (রহিমাহুল্লাহ)

77. হে প্রশান্ত আত্মা! তুমি তোমার রবের কাছে ফিরে আস সন্তুষ্ট ও সন্তোষভাজন হয়ে, অতঃপর আমার বান্দাদের অন্তর্ভুক্ত হও, আর আমার জান্নাতে প্ৰবেশ কর।” -[সূরা ফাজর ৮৯, আয়াত ২৭-৩০]

78. তোমাদর আগে পৃথিবীতে যারা ছিলেন তারা মনে করতেন মৃত্যু তাদের সন্নিকটে। তাদের একেকজন পবিত্রতা অর্জনের জন্য পানি সংগ্রহ করে নিতেন, প্রকৃতির ডাকে সাড়া দিতেন এবং তারপর ওযু করতেন আল্লাহর নির্দেশের (মৃত্যু) ভয়ে যেন তা এমন অবস্থায় না আসে যখন তিনি পবিত্র অবস্থায় নেই।
— আল হাসান আল-বাসরী (রাহিমাহুল্লাহ)

79. তোমরা যেখানেই থাক না কেন; মৃত্যু কিন্তু তোমাদেরকে পাকড়াও করবেই। যদি তোমরা সুদৃঢ় দূর্গের ভেতরেও অবস্থান কর, তবুও।” -[সূরা আন নিসা, আয়াত: ৭৮]

80. নিকৃষ্ট তো সেই মৃতব্যক্তির পরিবারের মানুষগুলো, যারা মৃত মানুষটির জন্য কান্নাকাটি করে অথচ তার রেখে যাওয়া ঋণ পরিশোধ করে না।
— আল হাসান আল-বাসরী (রাহিমাহুল্লাহ)

81. মৃত্যুকে ভয় পাওয়া মানে তা থেকে পালিয়ে বেড়ানো নয়, বরং মৃত্যুর জন্য প্রস্তুতি নেয়া।

82. সে-ই মানুষ যে তার অন্তরের মৃত্যুকে ভয় করে, শরীরের মৃত্যুকে নয়।
— ইমাম ইবনুল কাইয়্যিম (রাহিমাহুল্লাহ)

83. কত বোকা সেই ব্যক্তি, যে জানে না তার মৃত্যু কখন হানা দেবে, কিন্তু এখনো সে এর সাথে সাক্ষাতের জন্যে প্রস্তুত নয়।” -[ইবনে জাওযী (রহ.)]

84. যারা মৃত্যুকে অধিক স্মরণ করে এবং মৃত্যু পরবর্তী জীবনের জন্য উত্তমরূপে প্রস্তুতি গ্রহণ করে তারাই সর্বাধিক বুদ্ধিমান ।
— সুনানে ইবনে মাজাহ (৪২৫৯ নং হাদিস )

85. আল্লাহই তোমাদের জীবন দান করেছেন। তিনিই তোমাদের মৃত্যু ঘটাবেন। আবার তিনিই তোমাদেরকে পুনরুত্থিত করবেন। তারপরও মানুষ অতি-অকৃতজ্ঞ ।
— সূরা হাজ্জ, আয়াতঃ ৬৬

• অবশেষে :

তো বন্ধুরা, আপনার 85 Sad Death Quotes in Bengali, Death Anniversary Quotes in Bengali, Caption & Status on Death Bangla, মৃত্যু নিয়ে রবীন্দ্রনাথের উক্তি কেমন লাগলো, কমেন্ট করে আমাদের জানান। আপনার একটি কমেন্ট আমাদের আরও উৎসাহিত করবে এই রকমের পোস্ট Publish করার জন্য।

আপনিও যদি এই রকমের মৃত্যু নিয়ে ইসলামিক উক্তি, মৃত্যু নিয়ে সমবেদনা, প্রিয় মানুষের মৃত্যু নিয়ে স্ট্যাটাস, বন্ধুর মৃত্যু নিয়ে উক্তি, মৃত্যু নিয়ে ইসলামিক স্ট্যাটাস, মৃত্যু নিয়ে আবেগঘন স্ট্যাটাস, জানেন, তাহলে Comment Box এ আমাদের সাথে Share করতে পারেন বা quotesinbengali2000@gmail.com – এই ইমেইল এ পাঠাতে পারেন। আমরা আপনার নাম সহ পোস্ট টি প্রকাশ করব।

অবশেষে, আমি বলবো যে যদি Quotes গুলি আপনার ভালো লেগে থাকে, তাহলে আপনি এগুলো প্রিয়জনের সাথে এবং বন্ধুদের সাথে অবশ্যই Share করবেন।

ধন্যবাদ।

Leave a Comment