Sri Ramkrishna Quotes in Bengali (রামকৃষ্ণের বাণী বাংলায়)

গ্রাম বাংলার এই পবিত্র ভূমিতে জন্ম নিয়েছেন অনেক মহাপুরুষ এবং এই রকমই একজন মহান বাঙালি যোগসাধক ও ধর্মগুরু ছিলেন পশ্চিমবঙ্গের হুগলি জেলার আরামবাগ মহকুমায় অবস্থিত কামারপুকুর গ্রামের শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংস দেব।

আজ আমরা আপনার জন্য কিছু Sri Ramakrishna Quotes in Bengali, Ramkrishna Bani in Bengali, শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংস দেবের অমৃত বাণী (রামকৃষ্ণের বাণী বাংলায়) for WhatsApp, Facebook, Instagram Caption, Status শেয়ার করছি।

আশা করি, উক্তি গুলি আপনার অবশ্যই ভালো লাগবে এবং আপনাদের জীবনে চলার পথে দিশা দেখাবে।

Must Read: ভগবান শ্রীকৃষ্ণের বাণী (Radha Krishna Quotes in Bengali)

Must Read: Rabindranath Tagore Love Quotes in Bengali

Sri Ramkrishna Quotes in Bengali (শ্রীরামকৃষ্ণের বাণী বাংলায়)

একটা কথা সর্বদা মাথায় রাখবে জীবনে গুরু সবাই হতে চায়, তবে শিষ্য হবে কজন? যদি তুমি শিষ্য না হতে পারলে শিখবে কিভাবে জগতের নিয়ম কানুন।

তোমার ধর্ম আমার ধর্ম বলে লড়াই করে কী লাভ? যখন তোমার আমার সবার গন্তব্য সেই এক জনেরই কাছে।

যে ব্যক্তি কোন স্বার্থ ছাড়াই অন্যের জন্য কাজ করেন, ঈশ্বর তার সর্বদাই মঙ্গল করে থাকেন।

তোমার জীবনের লক্ষ্য শুধুই অর্থ উপার্জন নয়, তোমার জীবনের প্রকৃত উদেশ্য পরমেশ্বর সেবা ও মনের শান্তি লাভ।

সফলতা অন্যের দ্বারা ঠিককরে দেওয়া উপায় মাত্র কিন্তুসন্তুষ্টি সম্পূর্ণ নিজের দ্বারা ঠিককরে দেওয়া উপায় মাত্র।

ইশ্বর সর্বত্র বিরাজমান তবে তার বহিপ্রকাশ মানুষের মধ্যে সর্বাধিক, তাই মানুষকে ইশ্বর হিসাবে সেবা কর এবং মনের ভেদ কে দূরে সরাও…

“সাংসারিক ভোগ বাসনা কয়েক মুহূর্তের জন্য তোমায় আনন্দ এনে দিলেও কোন দিনই শান্তি ও সন্তুষ্টি এনে দিতে পরবে না।”

“আমার ধর্ম ঠিক আর অপরের ধর্ম ভুল এ মত ভালো না বাবা, সবাই ভিন্ন ভিন্ন রাস্তা দিয়েতো এক জনের কাছেই তো যাবে তাই যে নামেই তাকে ডাকো না কেন তাকে মন প্রাণ দিয়ে ভালোবাসো”

একজন সাংসারিক মানুষ,যিনি কিনা সৎ ভাবে ঈশ্বরেরপ্রতি সমর্পিত নন, তার জীবনেকোনাে আশা রাখাই উচিত নয়।

“জীবনে শান্তি পেতে মনের ময়লা গুলো ধুয়ে ফেলতে হবে যে বাবা, মনে যতক্ষণ কাম, কোদ্ধ, লোভের বাস সেখানেই সর্বনাস।”

“মনের যেমন বন্ধন আছে তেমন মনের মুক্তি ও আছে, এই সংসারে নয় তুমি ঈশ্বর প্রেমে নিজের চেতনা কে মুক্ত করবে নয় তুমি সংসারের বন্ধনে বন্দী হবে।”

“তোমার মধ্যে যদি ঈশ্বরে প্রতি বিশ্বাস ও নিসার্থ প্রেম থাকে তবে জানবে তুমি সার্থক জীবনের অধিকারি। “

“যদি ইশ্বর কে পেতে চাও তবে ঈশ্বর কে প্রেম ও ভক্তির বাধনে বাধতে শেখ, তবেই তাকে পাবে।.”

“মুখে যতই ভগবান ভগবান কর না কেন যত দিন না তুমি সব কিছু আমার বলা ছেড়ে সব কিছুই প্রভু তোমার বলে মন প্রাণ থেকে মেনে নিছো, তত দিন শুধুই মিথ্যা ভক্ত সাজার নাটক করছো মাত্র।”

ধর্ম সম্পর্কে কথা বলা খুব সহজ,কিন্তু সেটা অনুশীলনে আনাততটাই কঠিন…

“তুমি জীবনে যতই সুন্দর হও আর যতই কুৎসিত তোমার মধ্যে যদি ঈশ্বরের প্রতি ভক্তিই না থাকে তবে সবই নিরর্থক”

Ramkrishna Bani in Bengali (রামকৃষ্ণ কথামৃত বাণী Status)

সত্য কথা বলার সময় খুব নম্র এবং একাগ্র হওয়া উচিত কারণ সত্যের মাধ্যমে ভগবান কে অনুভব করা যেতে পারে।

ঈশ্বরের প্রতি বিশুদ্ধ ভালােবাসাইহলাে, অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস।আর অন্য সবকিছুই মিথ্যাএবং কাল্পনিক…

“যত্র জীব তত্র শিব অর্থাত্‍ প্রতিটিই জীবের মধ্যেই ভগবানের বাস, তাই জীব সেবাই হল শিব সেবা “

এ জগতে সাংসারিক বিষয়ের প্রতি মোহ, মানুষকে জেদী করে তোলে, আর মোহ হলো একটি ভংকর বন্ধন যা তোমায় শুধু কষ্ট দেবে…

“একটা কথা সর্বদা মাথায় রাখবে জীবনে গুরু সবাই হতে চায়, তবে শিষ্য হবে কজন? যদি তুমি শিষ্য না হতে পারলে, শিখবে কিভাবে জগতের নিয়ম কানুন।”

“একমাত্র জ্ঞান, দয়া, প্রেম ও ভক্তি মানুষের চৈতণ্য কে সর্বোচ্চ স্তরে নিয়ে যেতে সক্ষম।”

“তোমার মনের মধ্যে কখনো লোভ খোব হিংসা পুষে রেখো না, কারণ মন হল মন্দির সেখানে শুধুই থাকবে ইশ্বরেই নাম, ভক্তি, প্রেম।”

লজ্জা ঘৃণা ভয় তিন থাকতে নয়।

ভালােবাসার মাধ্যমে ত্যাগ এবংবিবেক স্বাভাবিক ভাবেই প্রাপ্ত হয়েই থাকে।

বন্ধন ও মুক্তি কেবল একলামনের চিন্তামাত্র ।

“যেমন মুক্ত পেতে হলে ঝিনুকের প্রয়োজন, ঠিক তেমনি পরম ইশ্বরকে পেতে হলে সত্‍ কর্ম ও ঈশ্বরে ভক্তির প্রয়োজন।”

সূর্যের কিরণ জগতে সমান ভাবে পড়লেও জলের ভেতর, সকল স্বচ্ছ জিনিসের উপর উজ্জল ভাবে প্রকাশ পায় । ভগবানের ভক্তি সকল হৃদয়ে সমান হলেও সাধুদের হৃদয়ে একমাত্র শ্রেষ্ঠ প্রকাশ পায় ।

সাকার এবং নিরাকার কিরূপ জান? যখন জল জমাট বেঁধে থাকে তখনই সাকার; আর যখন জল বাস্প হয় তখনই নিরাকার।

যতক্ষণ ইচ্ছা তােমার মধ্যে লেশমাত্রও বিদ্যমান আছে ততক্ষণ তুমি ঈশ্বরকে পাবে না, অতএব নিজের ছােট বড় সব ইচ্ছাকে ত্যাগ করে দাও…

সাংসারিক বিষয়ের উপর জ্ঞান, মানুষকে জেদি বানিয়ে তোলে জ্ঞানের অভিমান হল একটি বন্ধন।

আমার কোন শালা চেলা নাই, আমি সকলের চেলা, সকলেই গুরু হতে যায়, শিষ্য পাওয়া যায় না।

Also Read : শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের উক্তি (Sarat Chandra Chattopadhyay Quotes in Bengali)

Sri Ramakrishna Quotes in Bengali (রামকৃষ্ণ পরমহংস দেবের অমৃত বাণী)

হাজার লেখাপড়া শেখ,
ঈশ্বরে ভক্তি না থাকলে,
তাঁকে লাভ করবার ইচ্ছা না থাকলে –
সব মিছে।

ওইসব মানুষের জন্মই ব্যর্থ হয়,যারা খুবই কঠিনতার পর পাওয়ামনুষ্য জীবনকে এইভাবেই নষ্ট করেদেয় এবং নিজের পুরাে জীবনেভগবানের উপস্থিতি অনুভবেরইচেষ্টা করেনা।

“লোভী মানুষের মন অনেকটা নর্দমায় বেড়ে ওঠা কিটের মত, তাকে যতই ভাল যায়গায় রাখো না কেন সে তো ছট ফট কর মরে যাবেই।”

“নিজের সার্থ কে ত্যাগ না করলে তার কৃপা পাওয়া সম্ভব না “

“সংসার ধর্ম ত্যাগ ছাড়াও ঈশ্বর প্রাপ্তি সম্ভব তবে তা শুধুই ঈশ্বরের প্রতি প্রেম ও নিষ্কাম কর্মের দ্বারা, এই পথ বড়ই কঠিন।”

“দেখবে বৃষ্টির জল কোন দিন উচু যায়গায় দাড়ায় না নিচু যায়গায় চলে আসে, ঠিক একই ভাবে আত্ম অভিমানে চুর মনে কখনোই শান্তি বিরাজ করতে পারে না। “

সত্যি কথা বলার সময় খুবই নম্রএবং একাগ্র হওয়া উচিত কারণসত্যের মাধ্যমে ভগবানকে অনুভবকরা যেতে পারে।

“এ জগতে সাংসারিক বিষয়ের প্রতি মোহ, মানুষকে জেদী করে তোলে, আর মোহ হলো একটি ভয়ঙ্কর বন্ধন যা তোমায় শুধু কষ্ট দেবে।”

“একমাত্র জ্ঞান, দয়া, প্রেম ও ভক্তি মানুষের চৈতণ্য কে সর্বোচ্চ স্তরে নিয়ে যেতে সক্ষম।”

“লোভী মানুষের মন অনেকটা নর্দমায় বেড়ে ওঠা কিটের মত, তাকে যতই ভাল যায়গায় রাখো না কেন, সে তো ফিরে নর্দমাতে যাবেই।”

জীবনের বিশ্লেষণ করা ছেড়েদাও, এটা জীবনকে আরাে জটিলকরে দেবে…

“ময়লা দরপনে যেমন সূর্যের আলো প্রতিফলিত হ্য় না ঠিক তেমনি ময়লা মনে পরম আনন্দ কখনোই প্রতিফলিত হয় না।”

জ্ঞানের আসল অর্থই হলো, কাম ও লোভের নানা বন্ধন থেকে মুক্তি…

“যতক্ষণ তোমার সঙ্গে বাসনা, ততক্ষনই ভাবনা আর এই ভাবনাই হল দুঃখ কষ্ট মোহ মায়ার কারণ”

“নিজের স্বার্থকে ত্যাগ না করলে তাঁর কৃপা পাওয়া সম্ভব না “

যতক্ষন তোমার সঙ্গে বাসনা, ততক্ষণই ভাবনা আর এই ভাবনাই হল তোমার দুঃখ কষ্ট মোহ মায়ার কারণ…

Sri Ramkrishna Quotes in Bengali for WhatsApp, Facebook

ঈশ্বর এক, তার অনন্ত নাম ও অনন্ত ভাব। যার যে নাম ও যে ভাবে ডাকতে ভাল লাগে, স সেই নাম ও সেই ভাবে ডাকলে দেখা পায়।

“অভিজ্ঞতা একটি কঠিন শিক্ষক, সে প্রথমে তোমার পরীক্ষা নেয় এবং পরে তার পাঠ দেয়।”

“বীনা জ্ঞানে জীবনকে কে বিশ্লেষণ করা ছেড়ে দাও, না জীবনকে আরো তেতো হয়ে উঠবে।”

“যে মানুষ কামিনী কাঞ্চনের মোহে আচ্ছন্ন সে আর যাই হোক না কেন সে ইশ্বর প্রেম ও পরম আনন্দ থেকে চির বঞ্চিত।”

যত্র জীব তত্র শিব অর্থাত্‍ প্রতিটিই জীবের মধ্যেই ভগবানের বাস, তাই জীব সেবাই হল শিব সেবা।

ভগবানের অনেক নাম আছে এবং তাঁকে বিভিন্ন মাধ্যমে প্রাপ্ত করা যেতে পারে। তুমি তাঁকে কি নামে ডাকো এবং কিভাবে তাঁর পুজো করো এটা বড় বিষয় নয়, গুরুত্বপূর্ণ এটাই যে তুমি তাঁকে নিজের ভিতর কতটা অনুভব করো ।

“তুমি জীবনে যে কাজই করো না কেন, নিজের মন কে সর্বদা ঈশ্বরের প্রতি সমর্পিত রেখো তাহলে মনের মধ্যে শান্তি পাবে, সাহস পাবে।”

“যত মত তত পথ।”

“যদি তুমি মনের মধ্যে অহংকার কালো মেঘ পুষে রাখো, স্বয়ং ইশ্বরও আলোর পথ দেখাতে পারবে না।”

শিশু সুলভ একটি সৎ ও সরল মনের মাধ্যমে যদি তার কাছে প্রার্থনা করো,তবে তোমার প্রার্থনায় নিশ্চিত তিনি সারা দেবেন।

একমাত্র ভক্তির দ্বারা জাতিভেদ উঠে যেতে পারে। ভক্তের জাতি নাই ভক্তি হলে চণ্ডালেরও অন্ন খাওয়া যায়।

“যতক্ষন তোমার সঙ্গে বাসনা, ততক্ষণই ভাবনা আর এই ভাবনাই হল তোমার দুঃখ কষ্ট মোহ মায়ার কারণ।”

“তোমার মন কে ভেদা-ভেদ শূন্য করতে শেখ তবেই তুমিও যে কোন কাজের মধ্যেই ভক্তি রস খুজে পাবে।”

“জ্ঞানের আসল অর্থই হল – কাম ও লোভের নানা বন্ধন থেকে মুক্তি”

দেখবে বৃষ্টির জল কোন দিন উচু যায়গায় দাড়ায় না নিচু যায়গায় চলে আসে, ঠিক একই ভাবে আত্ম অভিমানে চুর মনে কখনোই শান্তি বিরাজ করতে পারে না।

Also Read: Famous Satyajit Ray Quotes in Bengali (সত্যজিৎ রায় উক্তি)

Sri Ramkrishna Bani in Bengali (রামকৃষ্ণ দেবের বানী Caption)

“মনের যেমন বন্ধন আছে তেমন মনের মুক্তিও আছে, এই সংসারে নয় তুমি ঈশ্বর প্রেমে নিজের চেতনা কে মুক্ত করবে নয় তুমি সংসারের বন্ধনে বন্দী হবে।”

“তোমার মধ্যে যদি ঈশ্বরে প্রতি বিশ্বাস ও নিস্বার্থ প্রেম থাকে তবে জানবে তুমি সার্থক জীবনের অধিকারি। “

যদি আমাদের ঈশ্বরের দেওয়া শক্তিকে সৎ এবং ভালো কাজে ব্যবহার করতে হয় তাহলে ঈশ্বরের কৃপা পাওয়ার জন্য নিজেদের জীবনকে সমাজের ভালো কাজের জন্য ব্যয় করা উচিত…

ভালোবাসার মাধ্যমে ত্যাগ এবং বিবেক স্বাভাবিকভাবেই প্রাপ্ত হয়ে যায়।

যেই ব্যক্তির মধ্যে এই তিনটি জিনিস আছে সে কখনোই ঈশ্বর প্রাপ্তি করতে পারবে না অথবা ঈশ্বরের দর্শন সে পাবে না, এই তিনটে জিনিস হল লজ্জা, ঘৃণা এবং ভয়।

জ্ঞানের অর্থ হলাে, কামও লােভের থেকে মুক্তি।

টাকা মাটি, মাটি টাকা।

ঈশ্বর প্রতিটি কণায় বিরাজ করেন, আমরা
মানুষের মধ্যে ঈশ্বরকে সহজেই দেখতে পাই,
মানুষের সেবাই ঈশ্বরের সেবা।

ঈশ্বর প্রত্যেক মানুষের মধ্যে আছে, কিন্তু
সমস্ত মানুষ ঈশ্বরের মধ্যে নেই, এটি মানুষের
দুঃখের কারণ।

ভদ্রলোকের রাগ জলে টানা রেখার মতো, মুহুর্তে মুছে যায়।

আপনি সঠিক পথ বেছে নেওয়ার অর্থ এই নয়
যে অন্য পথটি খারাপ। এর অর্থ এই নয় যে
আপনি অন্যকে অবমূল্যায়ন করবেন।

ভালবাসা বৃদ্ধি করা মানব জীবনের চরম লক্ষ্য।

যখন একটি সুগন্ধি ফুল ফুটে, মৌমাছিরা এসে
ফুলের উপর না ডেকে বসে, ঠিক যেমন একজন
ব্যক্তি বিখ্যাত হলে, সমস্ত মানুষ আপনাআপনি সেই
ব্যক্তির প্রশংসা করে।

অশুচি আয়নায় যেমন সূর্যের আলো জ্বলে না,
তেমনি একজন পাপীও ঈশ্বরের আশীর্বাদ পায় না।

‘ভগবানের অনেক নাম রয়েছে, তাঁকে নানা ভাবে পাওয়া যায়। তাঁকে কী নামে ডাকা হয় বা কী নামে পুজো করা হয়, তা কোনও বড় বিষয় নয়। তাঁকে নিজের ভিতরে কীভাবে অনুভব করা হয় সেটাই গুরুত্বপূর্ণ’

‘যেভাবে ধুলোয় ঢাকা আয়নার উপর সূর্যের প্রতিবিম্ব পরে না। সেভাবেই মলিন মনে ঈশ্বরকে অনুভব করাও সম্ভব নয়’

‘যদি কোনও কাজ করা হয়, তাহলে সেই কাজের প্রতি ভক্তিভাব থাকা অত্যন্ত জরুরি। তাহলেই সেই কাজ সার্থক হতে পারে’

Also Read:

60+ কবি জীবনানন্দ দাশের উক্তি (Jibanananda Das Quotes in Bengali)

Best 100+ Apj Abdul Kalam Quotes in Bengali (আব্দুল কালাম)

উপসংহার:

তো বন্ধুরা, আপনার Sri Ramakrishna Quotes in Bengali, Ramkrishna Bani in Bengali, শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংস দেবের অমৃত বাণী (রামকৃষ্ণের বাণী বাংলায়, রামকৃষ্ণ কথামৃত বাণী) for WhatsApp, Facebook, Instagram Caption, Status গুলো কেমন লাগলো, কমেন্ট করে আমাদের জানান। আপনার একটি কমেন্ট আমাদের আরও উৎসাহিত করবে এই রকমের পোস্ট Publish করার জন্য।

অবশেষে, আমি বলবো যে যদি Quotes, Status, Caption গুলি আপনার ভালো লেগে থাকে, তাহলে আপনি এগুলো প্রিয়জনের সাথে এবং বন্ধুদের সাথে অবশ্যই Share করবেন।

ধন্যবাদ।

আরও জানুন: রামকৃষ্ণ পরমহংস – উইকিপিডিয়া

Leave a Comment