শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের উক্তি (Sarat Chandra Chattopadhyay Quotes in Bengali)

বাংলা সাহিত্যের অপরাজেয় ও অমর কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায় (Sarat Chandra Chattopadhyay) । স্বয়ং কবিগুরু রবীন্দ্রনাথ গল্প ও উপন্যাসের ক্ষেত্রে তার শ্রেষ্ঠত্ব স্বীকার করে গেছেন । জনপ্রিয়তার দিক দিয়ে শরৎচন্দ্র আজো সবার উপরে । এমন মহাপ্রাণ কথাশিল্পী বাংলা ভাষায় এখনাে দ্বিতীয়টি জন্মগ্রহণ করেনি । মনীষী রােমাঁ রােলাঁ শরৎচন্দ্রের শ্রীকান্ত পড়ে বলেছিলেন নােবেল পুরস্কার পাওয়ার মতাে উপন্যাস ।


আজ আমরা আপনার জন্য কিছু Famous Sarat Chandra Chattopadhyay Quotes in Bengali Language (শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বিখ্যাত উক্তি; সমাজ, মানুষ, নারী, প্রেম, উপন্যাসের উক্তি) for WhatsApp, Facebook, Instagram Caption, Status শেয়ার করছি।

আশা করি, উক্তি গুলি আপনার অবশ্যই ভালো লাগবে এবং আপনাদের জীবনে চলার পথে দিশা দেখাবে।

Must Read: Vidyasagar Quotes (বিদ্যাসাগর এর উক্তি, বানী)

Must Read: 60+ কবি জীবনানন্দ দাশের উক্তি

Famous Sarat Chandra Chattopadhyay Quotes in Bengali Language

সমাজের মধ্যে যাকে গৌরব দিতে পারা যায় না, তাকে কেবলমাত্র প্রেমের দ্বারাই সুখী করা যায় না। মর্যাদাহীন প্রেমের ভার, আলগা দিলেই দুর্বিষহ হইয়া উঠে…

শ্রদ্ধা ও স্নেহের অভিনন্দন মন দিয়ে গ্রহণ করতে হয়, তার জবাব দিতে নেই…

তোমাদের কাছে আমার অনুরোধ, তোমারা দেশের গুণী ও শ্রেষ্ঠ ব্যক্তিদিগকে সর্বদা সম্মান দিতে কোনদিন যেন কার্পণ্য না করো। এই কথাটা সবসময় মনে রেখো যে, এতে কেবল তা’দিগকে সম্মান করা হয় মাত্র নয়, পরন্তু এইরুপ সম্মান প্রদর্শনে দেশের ব্যক্তিদিগের গুণের সমাদর করা হয়। আর দেশবাসীকে তাঁহার গুন সম্বন্ধে সচেতন করবার সুযোগ ঘটায়… শরৎচন্দ্র চট্টোপাধ্যায়

মানুষের দীর্ঘ-জীবনে তাকে অনেক পা চলতে হয়,দীর্ঘ পথটির কোথাও কাদা, কোথাও পিছল,কোথাও উঁচু-নীচু থাকে, তাই লোকের পদস্থলন হয়; তারা কিন্তু সে কথা বলে না,শুধু পরের কথা বলে|পরের দোষ,পরের লজ্জ্বার কথা চীৎকার করে বলে,সে শুধু আপনার দোষটুকু গোপনে ঠেকে ফেলবার জন্যই|

যে অগ্নিস্ফুলিঙ্গ জনপদ ভস্মসাৎ করে ফেলে, আয়তনে সে কতটুকু জানো?

বড় প্রেম শুধু কাছেই টানে না, দূরেও ঠেলে দেয়…

বুঝি, ছোঁয়াছুঁয়ি-আচার-বিচারের অর্থ নেই, তবুও মেনে চলি; বুঝি, জাতিভেদে মহা অকল্যাণকর। তবুও নিজের আচরণে তাকে প্রকাশ করিনে। বুঝি ও বলি, বিধবা বিবাহ উচিত। তবুও নিজের জীবনে তাকে প্রত্যাহার করি। জানি খদ্দর পরা উচিত, তবু বিলাতি কাপড় পরি। একেই বলি আমি অসত্যাচার… Sarat Chandra Chattopadhyay

যাহার প্রাসাদতুল্য অট্টালিকা নদীগর্ভে ভাঙ্গিয়া পড়িতেছে,সে আর খান কতক ইট বাঁচাইবার জন্য নদীর সহিত কলহ করিতে চাহে না…

মন্দ তো ভাল’র শত্রু নয়, ভাল’র শত্রু তাঁর চেয়েও যে আরও ভাল…সে…

তিক্ততার মধ্য দিয়ে সংসার ছেড়ে শুধু হতভাগ্য লক্ষ্মীছাড়া জীবনই যাপন করা চলে, কিন্তু বৈরাগ্য সাধন হয় না… শরৎচন্দ্র চট্টোপাধ্যায়

সৃষ্টির কালই হল যৌবনকাল…

Sarat Chandra Chattopadhyay Quotes (শরৎচন্দ্র চট্টোপাধ্যায় উক্তি)

কোনো বড় ফলই বড় রকমের দুঃখভোগ ছাড়া পাওয়া যায় না…

অতীত মুছে ফেলার শ্রেষ্ঠ উপায় হচ্ছে স্থান পালটানো…

সংসারে সকল বড় কার্যই কাহারো না কাহারো ক্ষতিকর হয়; যাহারা এই কার্যভার স্বেচ্ছায় গ্রহণ করেন,তাঁহারা অনেকের মঙ্গলের জন্য সামান্য ক্ষতিতে ভ্রুক্ষেপ করিবার অবসর পান না। সেইজন্য অনেক স্থলেই তাঁহারা নিরদয় নিষ্ঠুর বলিয়া জগতে প্রচারিত হন… Sarat Chandra Chattopadhyay

পক্ষপাতহীন বিচারকই ন্যায় বিচার করতে পারে…

প্রতিষ্ঠিত নিয়ম পালনের মধ্যে মানুষ যখন একান্ত মগ্ন হইয়া থাকে, চোখের দৃষ্টিও তখন তাঁহার রুদ্ধ হইয়া যায়। সে কোনমতেই দেখিতে পায়না কোনটা ধর্ম, কোনটা অধর্ম…

মন্দের বিরুদ্ধে অত্যন্ত ঘৃণা জাগিয়ে দেওয়াও নাকি কবির কাজ। কিন্তু ভালর ওপর অত্যন্ত লোভ জাগিয়ে দেওয়া কি তাঁর থেকে ঢের বেশি কাজ নয়। তাছাড়া পাপ কে যতদিন না সংসার থেকে সম্পূর্ণ বিসর্জন দেওয়া যাবে, যতদিন না মানুষের হৃদয় পাথরে রুপান্তরিত হবে। ততদিন এ পৃথিবীতে অন্যায়, ভুল ভ্রান্তি থেকেই যাবে… শরৎচন্দ্র চট্টোপাধ্যায়

মানুষের চামড়ার রঙ ত তার মনুষ্যত্ব মাপকাঠি নয়। কোণ একটা বিশেষ দেশে জন্মানোই ত তার অপরাধ হতে পারে না!…ধর্মমত ভিন্ন হলেই কি মানুষে হীন প্রতিপন্ন হবে? এ কোথাকার বিচার…

সত্য পালনের দুঃখ আছে, তাকে আঘাতের মধ্য দিয়ে বরঞ্চ একদিন পাওয়া যেতে পাড়ে কিন্তু বঞ্চনা প্রতারণার মিষ্ট পথ দিয়ে সে কোনদিন আনাগোনা করে না…

মানুষ তো দেবতা নয়-সে যে মানুষ!”
তার দেহ দোষে -গুণে জড়ানো ;
কিন্তু তাই বলে তো তার দুর্বল মুহূর্তের উত্তেজনাকে তার স্ভাব বলে ধরে নেওয়া চলে না…

রাজারা তাদের নামের আগে পিছে কতকগুলি নিরর্থক বাক্য নিয়ে শ্রী জুড়ে তবে অপরকে উচ্চারণ করতে দেয়; নইলে তাদের মর্যাদা নষ্ট হয়… শরৎচন্দ্র চট্টোপাধ্যায়

আজ তাহার কেউ নাই; তাহাকে ভালবাসিতে, তাহাকে ঘৃণা করিতে, তাহাকে রক্ষা করিতে, তাহাকে হত্যা করিতে, কোথাও কেহ নাই; সংসারে সে একেবারেই সঙ্গ-বিহীন…

Also Read: Rabindranath Tagore Love Quotes in Bengali

শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বিখ্যাত উক্তি (Quotes, Status, Caption)

মানুষের দুঃখটাই যদি দুঃখ পাওয়ার শেষ কথা হত, তার মূল্য ছিল না। সে একদিকের ক্ষতি আর একদিকের সমস্ত সঞ্চয় দিয়ে পূর্ণ করে তোলে…

সমস্ত ধর্মই মিথ্যা, আদিম যুগের কুসংস্কার। বিশ্ব মানবতার এত বড় শত্রু আর নাই…

যে দুঃখকে ভয় … তারই দিয়ে আবার তারও চেয়ে বড় আদর্শ জন্মলাভ করবে; আবার তারও যেদিন কাজ শেষ হবে, মৃতদেহের সার থেকে তার চেয়েও মহত্তর আদর্শের সৃষ্টি হবে, এমনি করেই সংসারে শুভ শুভতরের পায়ে আত্মবিসর্জন দিয়ে আপন ঋণ পরিশোধ করে। এই তো মানুষের মুক্তির পথ…Sarat Chandra Chattopadhyay

যাকে তাকে গছিয়ে দেওয়ার নামই বিবাহ নয়, মনের মিল না হলে বিবাহ করাই ভুল…শরৎচন্দ্র চট্টোপাধ্যায়

অতীত মুছে ফেলার শ্রেষ্ঠ উপায় হচ্ছে স্থান পালটানো…শরৎচন্দ্র চট্টোপাধ্যায়

ভালবাসাটার মতো এতবড় শক্তি ,  এতবড় শিক্ষক সংসারে বুঝি আর নাই। ইহা পারে না এতবড় কাজও বুঝি কিছু নাই।…Sarat Chandra Chattopadhyay

কাল যে ছিল,আজ সে নাই; আজও যে ছিল,তাহারো ঐ নশ্বর দেহ টা ধীরে ধীরে ভস্মসাৎ হইতেছে, আর তাহাকে চেনাই যায় না; অথচ, এই দেহ টাকে আশ্রয় করিয়া কত আশা,কত আকাঙ্ক্ষা,কত ভয়,কত ভাবনাই না ছিল। কোথায় গেল? এক নিমিষে কোথায় অন্তর্হিত হইল?তবে কি তার দাম?মরিতেই বা কতক্ষন লাগে?…শরৎচন্দ্র চট্টোপাধ্যায়

“সত্যের স্থান বুকের মধ্যে, মুখের মধ্যে নয়। কেবল মুখ দিয়ে বার হয়েছে বলেই কোনো জিনিস কখনো সত্য হয়ে উঠে না। তবু যারা তাকে সকলের অগ্রে, সকলের ঊর্ধে স্থাপন করিতে চায়, তারা সত্য কে ভালোবাসে বলেই করে না, সত্যভাষণের দম্ভকেই ভালোবাসে বলে করে।”…শরৎচন্দ্র চট্টোপাধ্যায়

কিছু একটা কেবল দীর্ঘ দিন ধরে চলে আসছে বলেই তা ভালো হয়ে যায় না ।মাঝে মাঝে তাকে যাচাই করে বিচার করে নিতে হয়।যে মমতায় চোখ বুঝে থাকতে চায় সে ই মরে।…শরৎচন্দ্র চট্টোপাধ্যায়

মনে করি চাঁদ ধরি হাতে দেই পেড়ে বাবলা গাছে হাত লেগে আঙুল গেল ছিড়ে! …Sarat Chandra Chattopadhyay

মনে হয়, চঞ্চল এবং অস্হিরচিত্ত বলে স্ত্রীলোকের যত অখ্যাতি, ততখানি অখ্যাতির তারা যোগ্য নয়।
অখ্যাতি করতেও তোমরা, সুখ্যাতি করতেও তোমরা।
তোমাদের যা বলবার – অনায়াসে বল; কিন্তু তারা তা পারেনা। নিজের মনের কথা প্রকাশ করতে পারেনা;
পারলেও তা সবাই বোঝে না। কেন না, বড় অস্পষ্ট হয় – তোমাদের মুখের কাছে চাপা পড়ে যায়। তারপরে অখ্যাতিটাই লোকের মুখে স্পষ্টতর হয়ে ওঠে।…Sarat Chandra Chattopadhyay

Sarat Chandra Chattopadhyay Quotes in Bengali, Quatation

কপালের যেখানটায় বসন্তের দাগ ছিল; সবাই চোখ ফিরিয়ে নিত ঘেন্নায়! সেখানটায় চুমো খেয়ে বুঝিয়ে দিতে হয় ভালোবাসা জিনিসটা সবার জন্য আসেনি।শরৎচন্দ্র চট্টোপাধ্যায়

যাহার প্রাসাদতুল্য অট্টালিকা নদীগর্ভে ভাঙ্গিয়া পড়িতেছে,সে আর খান কতক ইট বাঁচাইবার জন্য নদীর সহিত কলহ করিতে চাহে না৷…শরৎচন্দ্র চট্টোপাধ্যায়

মানুষের দীর্ঘ-জীবনে তাকে অনেক পা চলতে হয়,দীর্ঘ পথটির কোথাও কাদা, কোথাও পিছল,কোথাও উঁচু-নীচু থাকে, তাই লোকের পদস্থলন হয়; তারা কিন্তু সে কথা বলে না,শুধু পরের কথা বলে|পরের দোষ,পরের লজ্জ্বার কথা চীৎকার করে বলে,সে শুধু আপনার দোষটুকু গোপনে ঠেকে ফেলবার জন্যই|শরৎচন্দ্র চট্টোপাধ্যায়

আমি যে মেয়েমানুষ! মেয়েমানুষের কি কখনো অসুখ হয়, না সে মরে?কোথায় শুনেচ, অযত্নে অত্যাচারে মেয়েমানুষ মরে গেছে?…শরৎচন্দ্র চট্টোপাধ্যায়

মানুষ তো দেবতা নয়-সে যে মানুষ! তার দেহ দোষে -গুণে জড়ানো; কিন্তু তাই বলে তো তার দুর্বল মুহূর্তের উত্তেজনাকে তার স্ভাব বলে ধরে নেওয়া চলে না।…Sarat Chandra Chattopadhyay

মহত্ত জিনিসটা কোথাও ঝাঁকে ঝাঁকে থাকে না। তাকে সন্ধান করে খুঁজে নিতে হয়।…শরৎচন্দ্র চট্টোপাধ্যায়

রাজার আইন, আদালত, জজ, ম্যাজিস্ট্রেট সমস্ত মাথার উপরে থাকিলেও দরিদ্র প্রতিদ্বন্দ্বীকে নিঃশব্দে মরিতে হইবে।…শরৎচন্দ্র চট্টোপাধ্যায়

যাহাকে মনে পড়িলেই তাহার বুকে সুচ ফুটিয়াছে, তাহার সেই চিরদিনের বন্ধুকে অপমান করিয়া ত্যাগ করার দুঃখ যে তাহার অন্তরে অহরহ কত বড় হইয়া উঠিতেছিল, সে শুধু অন্তর্যামীই দেখিতেছিলেন…

শিক্ষা, বিদ্যা, বুদ্ধি, জ্ঞান, উন্নতি — যা কিছু সব সুখের জন্য। যেমন করেই দেখ না কেন, নিজের সুখ বাড়ানো ছাড়া এ সকল আর কিছুই নয়।…শরৎচন্দ্র চট্টোপাধ্যায়

যে বস্তুরই হোক,  শেষ পর্যন্ত ভেবে দেখা মানুষের সাধ্য নয়। যিনি যতবড় বিচক্ষণ পন্ডিতই হোন না কেন,
শেষ ফলটুকু ভগবানের হাত থেকেই নিতে হয়।…Sarat Chandra Chattopadhyay

বাধাঁ গরু অনাহারে  দাড়িয়ে মরতে দেখেছ?
সে দাড়িয়ে মরে তবু সে জীর্ণদড়িটা ছিড়ে ফেলে মনিবের শান্তি নষ্ট করেনা। .

Also Read: Satyajit Ray Quotes in Bengali (সত্যজিৎ রায় উক্তি)

শরৎচন্দ্র চট্টোপাধ্যায় উক্তি (Sarat Chandra Chattopadhyay Quotes)

যাহাকে ভালোবাসি সে যদি ভালো না বাসে,
এমনকি ঘৃণাও করে তাও বোধ করি সহ্য হয়!
কিন্তু যাহার ভালবাসা পাইয়াছি
বলিয়া বিশ্বাস করেছি, সেইখানে ভুল
ভাঙ্গিয়া যাওয়াটাই সবচেয়ে নিদারুন।
পূর্বের টা ব্যাথা দেয়।
কিন্তু শেষের টা ব্যাথাও দেয়, অপমান ও করে।…শরৎচন্দ্র চট্টোপাধ্যায়

ভেবেচো, বুঝি হঠাৎ করে করে
তোমাকে কুড়িয়ে পেয়েছিলুম?
কুড়িয়ে তোমাকে পাইনি,
পেয়েছিলুম অনেক তপস্যায়, অনেক আরাধনায়।
তাই, বিদায় দেবার কর্তা তুমি নও,
আমাকে ত্যাগ করার মালিকানা
স্বত্বাধিকার তোমার হাতে নেই।…শরৎচন্দ্র চট্টোপাধ্যায়

যাহা জটিল ও দুর্বোধ্য, তাহা বিশদভাবে পরিষ্কার করিয়া বুঝাইয়া বলিবার সময় ও সুবিধা না হওয়া পর্যন্ত একেবারে না বলাই ভাল। ইহাতে অধিকাংশ সময়ে সুফলের পরিবর্তে কুফলই ফলে।… Sarat Chandra Chattopadhyay

আমি তো চললুম। পথের কষ্ট আমাকেই নিতে হবে, সে নিবারণ করার সাধ্য কারো নেই।…শরৎচন্দ্র চট্টোপাধ্যায়

আমি ঠকিনি, কারণ আমি ভালবাসতে পেরেছিলাম, কিন্তু ঠকেছে সে, সে ভালবাসতে পারেনি।…শরৎচন্দ্র চট্টোপাধ্যায়

কত হারাইয়া গিয়াছে টের পাই, কিন্তু তবু তো শিকল ছিড়িয়া যায় না।…শরৎচন্দ্র চট্টোপাধ্যায়

রাগ করিব কাহার উপর? কিসের জন্য? কি তাহার অপরাধ? ঝর্ণার জলধারার অধিকার লইয়াই বিবাদ করা চলে। কিন্তু উৎসমুখে জলই যদি শেষ হইয়া থাকে, তো শুষ্ক খাদের বিরুদ্ধে মাথা খুড়িয়া মরিব কোন ছলনায়?…Sarat Chandra Chattopadhyay

পুরুষ মানুষ যত মন্দই হয়ে যাক, ভালো হতে চাইলে তাকে, কেউ তো মানা করে না ; কিন্তু আমাদের (মেয়েদের) বেলায়, সব পথ বন্ধ কেন?…শরৎচন্দ্র চট্টোপাধ্যায়

আশা ছিলো একদিন আমার পাপ ক্ষয় হবে, আমি নিষ্পাপ হবো। এ লোভ কেন জানো? স্বর্গের জন্য নয়, সে আমি চাইনে। আমার কামনা, মরনের পর যেন আবার এসে জন্মাতে পারি। বুঝতে পারো তার মানে কি?…শরৎচন্দ্র চট্টোপাধ্যায়

হয়তো প্রশ্ন করবে, তবে কি এমন নিঃসঙ্গ জীবনই চিরদিন কাটাব? কিন্তু প্রশ্ন যাই হোক, এর জবাব দেওয়ার দায় আমার নয়, তোমার।…Sarat Chandra Chattopadhyay

“মেয়েরা পুরুষের হৃদয় এক নিমিষেই চিনে নিতে পারে, এটি বিধাতার দেয়া শক্তি। অথচ আশ্চর্যের ব্যাপার ওরা নিজেদের হৃদয়..নিজেরা চিনতে পারে না”।…শরৎচন্দ্র চট্টোপাধ্যায়।

আরও পড়ুন:

100+ Best Apj Abdul Kalam Quotes in Bengali (আব্দুল কালাম)

Ramkrishna Quotes in Bengali (রামকৃষ্ণের বাণী বাংলায়)

শেষের কবিতা – Shesher Kobita Quotes in Bengali

ভগবান শ্রীকৃষ্ণের বাণী (Radha Krishna Quotes in Bengali)

Nari Shakti Quotes in Bengali (নারী শক্তি)

উপসংহার:

তো বন্ধুরা, আপনার Famous Sarat Chandra Chattopadhyay Quotes in Bengali Language (শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বিখ্যাত উক্তি; সমাজ, মানুষ, নারী, প্রেম, উপন্যাসের উক্তি) for WhatsApp, Facebook, Instagram Caption, Status গুলো কেমন লাগলো, কমেন্ট করে আমাদের জানান। আপনার একটি কমেন্ট আমাদের আরও উৎসাহিত করবে এই রকমের পোস্ট Publish করার জন্য।

অবশেষে, আমি বলবো যে যদি Quotes, Status, Caption গুলি আপনার ভালো লেগে থাকে, তাহলে আপনি এগুলো প্রিয়জনের সাথে এবং বন্ধুদের সাথে অবশ্যই Share করবেন।

ধন্যবাদ।

More Information: শরৎচন্দ্র চট্টোপাধ্যায় – উইকিপিডিয়া

Leave a Comment