Vidyasagar Quotes in Bengali (বিদ্যাসাগর এর উক্তি, বানী)

প্রাতিষ্ঠানিক উপাধি কী ভাবে একজন ব্যক্তির ব্যক্তিত্বের সঙ্গে একাত্ম হয়ে যেতে পারে, তার উদাহরণ ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায়। অবশ্য তিনি ‘বন্দ্যোপাধ্যায়’-এর জায়গায় ‘শর্ম্মা’ বা ‘শর্ম্মণঃ’ লিখতেন। তাঁর ‘বিদ্যাসাগর’ উপাধি শুধু তাঁর কৌলিক উপাধিই শুধু নয়, নামটিকে পর্যন্ত অপ্রয়োজনীয় করে তুলেছে।

মাইকেল মধুসূদন দত্ত তাঁর গুণমুগ্ধবন্ধুকে নিয়ে যে সকল চিঠি লিখেছিলেন তা শুধু মুগ্ধতাই বয়ে আনে না, বহুরূপী ঈশ্বরচন্দ্রকে খুঁজে পাওয়া যায় সেখানে। সেখানেই ঈশ্বরচন্দ্রের বিদ্যাসাগর হওয়ার পাশাপাশি ‘করুণাসাগর’ হওয়ার হদিস মেলে। তবে আম বাঙালির ‘দয়ার সাগর’ বিশেষণে সুবাসিত হলেও তা বিদ্যাসাগরের মতো তা বিশেষ্য হতে পারেনি।

আজকের এই নতুন পোস্ট টি তে আমরা আপনাদের সাথে কিছু Ishwar Chandra Vidyasagar Quotes in Bengali, Vidyasagar Bani in Bengali, Ishwar Chandra Vidyasagar Quotes on Education in Bengali, বিদ্যাসাগর এর উক্তি, বিদ্যাসাগর এর বানী শেয়ার করতে চলেছি। আশা করি আপনার ভালো লাগবে।

Must Read: শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের উক্তি

Must Read: Rabindranath Tagore Love Quotes in Bengali

Ishwar Chandra Vidyasagar Quotes in Bengali (বিদ্যাসাগর এর উক্তি, বানী)

“মানুষ ততই বড় হওয়া যাক না কেনো তাকে সর্বদা তার
অতীত কে মনে রাখা দরকার, অতীত থেকে শিক্ষা নিয়ে
ভবিষ্যত্ এর দিকে এগিয়ে যাওয়া দরকার।”

শিক্ষকের দায়িত্বপূর্ণ কর্তব্যভার গ্রহণ করিতে পারে এমন একদল লােক সৃষ্টি করিতে হইবে; তাহা হইলেই আমাদের উদ্দেশ্য সফল হইবে। মাতৃভাষায় সম্পূর্ণ দখল, প্রয়ােজনীয় বহুবিধ তত্ত্বে যথেষ্ট জ্ঞান, দেশের কুসংস্কারের কবল হইতে মুক্তি– শিক্ষকদের এই গুণগুলি থাকা চাই। এই ধরনের দরকারি লােক গড়িয়া তােলাই আমার সংকল্প।”

” মনের ঐক্যই প্রণয়ের মূল । সেই ঐক্য বয়স, অবস্থা, রূপ, গুণ, চরিত্র, বাহ্য-ভাব ও আন্তরিক-ভাব ইত্যাদি নানা কারণের উপর নির্ভর করে। অম্মদেশীয় বালদম্পতিরা। পরস্পরের আশায় জানিতে পারিল না, অভিপ্রায়ে অবগাহন করিতে অবকাশ পাইল না ।”

“যে ব্যক্তি যে দেশে জন্মগ্রহণ করেন, সে দেশের হিতসাধনে সাধ্যানুসারে সচেষ্ট ও যত্নবান হওয়া তাহার পরম ধর্ম ও তাহার জীবনের সর্বপ্রধান কর্ম।”

“এদেশের উদ্ধার হইতে বহু বিলম্ব আছে। পুরাতন প্রকৃতি ও প্রবৃত্তি বিশিষ্ট মানুষের চাষ উঠাইয়া দিয়া সাতপুরু মাটি তুলিয়া নতুন মানুষের চাষ করিতে পারিলে তবে এদেশের ভাল হয়।”

“মাতা পিতার সেবাই শ্রেষ্ঠ পূজা এবং সন্তানের সর্ব প্রধান ও পবিত্রতম কর্তব্য।”

সমাজের মঙ্গলের নিমিত্ত যাহা উচিত বা আবশ্যক বােধ হইবে,
তাহা করিব, লােকের বা কুটুম্বের ভয়ে কদাচ সংকুচিত হইব না।

আমাদের নিজেদের স্বার্থ দেখার আগে, সমাজ এবং দেশ
এর সর্থ দেখা উচিত সেটাই হলো প্রকৃত বিবেক ধর্ম।

“একজন মানুষকে তখনই সর্ব শ্রেষ্ঠ কৃতিত্বের অধিকারী
বলা যায় যখন সে অন্যের কল্যাণ কর্মের জন্য কিছুটা
সময় অতিবাহিত করতে পারে।”

Quotes of Vidyasagar in Bengali (Bani, Quotes)

“আমি দেশাচারের দাস নহি। নিজের বা সমাজের মঙ্গলের নিমিত্ত
যাহা উচিত বা আবশ্যক বােধ হইবে, তাহা করিব লােকের বা কুটুম্বের
ভয়ে কদাচ সঙ্কুচিত হইব না।”

“যে ব্যাক্তি যে দেশ এ জন্ম গ্রহণ করে সেই দেশ এর কল্যাণ সাধনের জন্য
সর্বদা যত্নবান হওয়া তার প্রধান ধর্ম এবং তার জীবনের সর্ব প্রধান কর্ম।”

“পরিশ্রম না করিলে স্বাস্থ্যরক্ষা ও সুখলাভ হয় না।
যে ব্যক্তি শ্ৰম করে সে কখনও কষ্ট পায় না।”

“আমরা স্বয়ং যে কর্ম নিষ্পন্ন করিতে পারি,
অন্যের উপর সে বিষয়ের ভার সমর্পণ করা কদাচ উচিত নহে।”

“সদা সত্য কথা কহিবে। যে সত্য কথা কহে সকলে তাহাকে ভালোবাসে।”

“দুঃখ ছাড়া জীবন নাবিক ছাড়া নৌকার মতন।”

“গুণমান হইলেই মানে সব ঠাঁই গুণহীনে সমাদর কোনােখানে নাই।”

“যাহার যে অবস্থা, সে যদি তাহাতেই সন্তুষ্ট থাকে,
তাহা হইলে তাহাকে কাহারও নিকট
অপদস্থ ও অপমানিত হইতে হয় না।”

“জীবনচরিত পাঠে দ্বিবিধ মহােপকার লাভ হয়। প্রথমত, মহান ব্যক্তিগণ কীভাবে তাহাদের অভিপ্রেত কাৰ্য্য সম্পাদনের জন্য অবিচলিত উৎসাহ, মহীয়সী সহিষ্ণুতা এবং দৃঢ়তর অধ্যবসায় সহকারে অক্লান্ত পরিশ্রম করিয়াছেন এবং কেহ কেহ কীভাবে দারিদ্র্য ও নানাবিধ নিগ্রহকে অতিক্রম করিয়া স্বীয় লক্ষ্যে অবিচল ছিলেন তাহা জানা যায়। দ্বিতীয়ত, সেই দেশের তৎকালীন রীতি নীতি, ইতিহাস ও আচার আচরণ সম্পর্কে জ্ঞানলাভ করা যায়।”

Also Read:

Best 100+ Apj Abdul Kalam Quotes in Bengali (আব্দুল কালাম)

Satyajit Ray Quotes in Bengali (সত্যজিৎ রায় উক্তি)

কবি জীবনানন্দ দাশের উক্তি (Jibanananda Das Quotes in Bengali)

Sri Ramkrishna Quotes in Bengali (রামকৃষ্ণের বাণী বাংলায়)

শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের উক্তি (Sarat Chandra Chattopadhyay Quotes in Bengali)

উপসংহার:

তো বন্ধুরা, আপনার Ishwar Chandra Vidyasagar Quotes in Bengali, Vidyasagar Bani in Bengali, বিদ্যাসাগর এর উক্তি, বিদ্যাসাগর এর বানী কেমন লাগলো, কমেন্ট করে আমাদের জানান। আপনার একটি কমেন্ট আমাদের আরও উৎসাহিত করবে এই রকমের পোস্ট Publish করার জন্য।

অবশেষে, আমি বলবো যে যদি Quotes গুলি আপনার ভালো লেগে থাকে, তাহলে আপনি এগুলো প্রিয়জনের সাথে এবং বন্ধুদের সাথে অবশ্যই Share করবেন।

ধন্যবাদ।

2 thoughts on “Vidyasagar Quotes in Bengali (বিদ্যাসাগর এর উক্তি, বানী)”

  1. Thank you for some other fantastic article. The place else may anyone get that
    kind of information in such a perfect approach of writing?
    I’ve a presentation subsequent week, and I am
    on the search for such info.

    Reply

Leave a Comment